নিজস্ব সংবাদদাতা, মুম্বই: চলচ্চিত্র জগতে স্টারকিডরা বরবর বেশি সুযোগ-সুবিধা পান।এই নিয়ে জলঘোলা কম হয়নি। বিশেষ করে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ হিসাবেই বলিউডের ‘নেপোটিসম’কেই দায়ী করেছেন এক পক্ষ। সেই বিতর্কে কারণ জোহারের মতো পরিচালকও ‘স্বজনপোষণ’-এর অভিযোগে কোণঠাসা হয়েছিলেন।তবে সকলেই যে পরিবারের হাত ধরে প্রথম সুযোগ পেয়েছেন এমনটা নয়। যার মধ্যে অন্যতম অভিনেতা বরুণ ধাওয়ান। পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে হলেও বাবার হাত ধরে বলিউডে পা রাখেননি বরুণ। কিন্তু কেন? এতদিনে সেই কারণ জানালেন ‘ভেড়িয়া’ অভিনেতা। 

২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় বরুণের। প্রথম থেকেই দর্শকের নজর কেড়েছেন বরুণ। ধীরে ধীরে অভিনয় জগতে সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। কিন্তু ছেলে বরুণকে নিজের ছবিতে সুযোগ দেওয়ার কথা ভাবেননি ডেভিড ধাওয়ান। বরং ‘পার্টনার’-এর পরিচালক ছেলেকে সতর্ক করেছিলেন, “অভিনয় করলে মনে রেখো, বাবার নাম ডোবানো যাবে না।” বরুণের দাবি,  তাঁর পরিচালক বাবা নিজের ছবিতে ছেলেকে কাজ করতে দেননি। কারণ তাঁদের পরিবারে ‘স্বজনপোষণে’র কোনও জায়গা নেই।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বরণ জানিয়েছেন যে ডেভিড ধাওয়ান তাঁর অভিনয় জগতে আশা নিয়ে কখনওই মাথা ঘামাননি। ছেলে অভিনয় করবে নাকি অন্য পেশায় যাবে, তা নিয়ে খুব একটা গুরুত্ব দেননি ডেভিড। বরুণকে অভিনয় জগতে আসার জন্য তেমন প্রভাবিতও করেননি পরিচালক, এমনই দাবি ‘অক্টোবর’-এর অভিনেতার। বরুণের কথায়, “বাবা কোনও দিনই আমি কোন পেশায় যাব তা নিয়ে সন্তব্য করেননি। শুধু অভিনয় এলে ভাল ছবি বেছে নেওয়ার, ভাল অভিনেতা হওয়ার পরামর্শ দিয়েছিলেন।”
 
সম্প্রতি বলিউডে পা রেখেছেন ডেভিড ধওয়ানের ভাই অনিল ধওয়ানের নাতনি অঞ্জিনি ধওয়ান। আগামী ২০ সেপ্টেম্বর বাড়ির মেয়ের প্রথম ছবি ‘বিন্নি অ্যান্ড ফ্যামিলি’ মুক্তি পেতে চলেছে। সেই ছবির প্রচারে এসেছিলেন বরুণ। সেখানেই তিনি বলেন, “অঞ্জিনি আমার ভাইঝি। এই ছবির দুনিয়ায় আমি ওর দাদার মতো। তবে আমাদের পরিবারে পরস্পরকে সাহায্য করার কোনও ঐতিহ্য নেই। ভাল চিত্রনাট্য বলেই আমি ওর ছবির প্রচারে যোগ দিয়েছি।” একইসঙ্গে অঞ্জিনির কেরিয়ারে তাঁর কোনও ভূমিকা নেই বলেও জানান বরুণ।