সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


কার সঙ্গে প্রেম করছেন অক্ষয়-পুত্র?


অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার ছেলে আরব ছোট থেকেই লাইম লাইটের বাইরে থাকেন। বিনোদন জগৎ থেকে বরাবরই ছেলেকে দূরে রেখেছিলেন অক্ষয়-টুইঙ্কেল। কিন্তু বর্তমানে বলিউডের নানা অনুষ্ঠানে দেখা যায় আরবকে। সম্প্রতি, একটি অনুষ্ঠানের শেষে তাঁর সঙ্গে একই গাড়িতে উঠতে দেখা যায় এক রহস্যময়ীকে। নেটপাড়ার গুঞ্জন, প্রেমে পড়েছেন অক্ষয়-পুত্র। যদিও আরবের প্রেমিকার পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

সলমনের সঙ্গে কথা বন্ধ সেলিম খানের?


সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন খানের বাবা সেলিম খান ছেলেকে নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, সলমনের সঙ্গে মাসের পর মাস কথা বন্ধ থাকে তাঁর। কখনও কোনও ভুল বোঝাবুঝি হলে বাবা-ছেলের কথা বন্ধ হয়ে যায়। এরপর সলমন নিজে এসে ক্ষমা চান, তারপর অভিমানের বরফ গলে সেলিম খানের। 


সাপের সঙ্গে লড়বেন কার্তিক!


পরিচালক মৃগদীপ সিং লাম্বার ডার্ক কমেডি ছবিতে দেখা যেতে চলেছে কার্তিক আরিয়ানকে। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, এই ছবিতে কার্তিক নন, পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অক্ষয় কুমার। কিন্তু ছবির বিষয়বস্তুতে সাপ বনাম মানুষের দ্বন্দ্ব থাকায় এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন অক্ষয়। আর সেই প্রস্তাব দেরী না করে লুফে নেন কার্তিক।