বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ যিশু সেনগুপ্ত। টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা থেকে বড়পর্দার তারকা হয়ে ওঠার পথ মোটেই মসৃণ ছিল না তাঁর জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে যিশু ভাগ করে নিলেন এমন এক অভিজ্ঞতা, যেখানে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনই হয়ে উঠেছিলেন তাঁর রক্ষাকবচ।

 

২০০৭ সালে ঋতুপর্ণ ঘোষের ‘দ্য লাস্ট লিয়র’ ছবির শুটিং চলছিল। সেখানে অমিতাভের সঙ্গে তিন পাতার একটি দৃশ্য ছিল যিশুর। ছবিতে অমিতাভ ছিলেন মানসিকভাবে অসুস্থ এক থিয়েটার অভিনেতার চরিত্রে, আর যিশু সাংবাদিকের ভূমিকায়। শুটিংয়ের আগে দৃশ্যের মহড়ার সময়ে নার্ভাস হয়ে পড়েন যিশু। এবং এতটাই হয়ে পড়েন যে সংলাপ বলার সময় নিজের স্বাভাবিক গতি তিনগুণ বাড়িয়ে ফেলার পাশাপাশি একবার তো অমিতাভের সংলাপও বলে ফেলেন যিশু!

 

 

ফলস্বরূপ ভীষণ রেগে যান পরিচালক ঋতুপর্ণ ঘোষ। ঠিক তখনই অমিতাভ থামিয়ে দেন পরিচালকের বকুনি। শোনামাত্রই বিগ বি মুচকি হেসে ঋতুপর্ণকে বলেছিলেন, “কেন বকছেন ছেলেটাকে? ও কি অস্বীকার করতে পারবে যে আমি অমিতাভ বচ্চন?” সেই মুহূর্তে যিশুর মনে হয়েছিল অভিনয় ছেড়ে বাড়ি চলে যান। কিন্তু অমিতাভ তাঁকে বারবার রিহার্সাল করালেন— প্রায় ৩০ বার। ধীরে ধীরে তাঁর হাত ধরে আত্মবিশ্বাস ফিরিয়ে দিলেন।

 

কেন এরকম করেছিলেন অমিতাভ? যিশুর মতে, অমিতাভের যুক্তিটা ছিল অনেক গভীর—“যিশু, যে কথাটা বলব  তাতে খুব দুঃখ পেও না। আমি অমিতাভ বচ্চন, ঋতুপর্ণ ঘোষের সঙ্গে ছবি করছি। মানুষ মূলত আমাকে দেখতেই আসবে প্রেক্ষাগৃহে। কিন্তু দৃশ্যটা যদি আমার ভাল হয় আর তোমার খারাপ হয়, তাহলে গোটা দৃশ্যটাই ব্যর্থ হবে। সেই সঙ্গে ব্যর্থ হবে ছবিটা। তাই আমার দায়িত্ব তোমাকে ভাল পারফর্ম করানো।”

 

 

যিশুর কথায়, “এই কারণেই অমিতাভ আজও কিংবদন্তি—শুধু নিজের জন্য অভিনয় করেন না, সহঅভিনেতাদেরও আলোয় নিয়ে আসেন। এমনকী যখন ক্যামেরার সামনে থাকেন না, তখনও তিনি সংলাপ বলে ‘কিউ’ দেন, যাতে দৃশ্যের ছন্দ নষ্ট না হয়।”

 

বর্তমানে যিশুকে দেখা গিয়েছে ‘দ্য ট্রায়াল’ সিজন ২-এ (যেখানে আছেন কাজল, কুবরা শেঠ)।  যদিও এই শো পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আগামী দিনে তিনি আসছেন প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’ ছবিতে, যেখানে থাকবেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং ওয়ামিকা গাব্বি। সে ছবি মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের ২ এপ্রিল। পাশাপাশি রয়েছে কাজলের সঙ্গে ‘মহারাগ্নী: কুইন অব কুইন্স’।

অন্যদিকে অমিতাভ বচ্চন সম্প্রতি রাজিনীকান্ত অভিনীত তামিল ছবি ‘ভেট্টাইয়ান’-এ দেখা দিয়েছেন। এবার তিনি ফিরবেন নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এ.ডি’-এর সিক্যুয়েলে, অশ্বত্থামার চরিত্রে। শুট শুরু হবে চলতি বছরের ডিসেম্বরেই। এর ফাঁকে অবশ্যই দর্শকদের জন্য থাকছে তাঁর চিরচেনা আসন—‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-এর সঞ্চালক হিসাবে।