সংবাদসংস্থা মুম্বই: বরাবরই পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য এড়িয়ে চলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। তিনি কেন এই ধরনের দৃশ্য থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন? প্রশ্ন উঠেছে একাধিকবার। একবার এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন খোদ ঐশ্বর্য রাই বচ্চনের স্বামী অভিষেক বচ্চন। সকলকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই দৃশ্যে নিজেই ঐশ্বর্য অভিনয় করতে চান না।
কিন্তু এত 'না'-এর পরেও হৃতিক রোশনের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিলেন ঐশ্বর্য। ছবির নাম ছিল 'ধুম ২'। যে ছবিতে দেখা গিয়েছিল অভিষেকও। কিন্তু ছবির গল্প অনুযায়ী ঐশ্বর্যের প্রেমিক ছিলেন হৃত্বিক। তাই ঘনিষ্ঠ দৃশ্যে তাঁদেরই দেখা যায়। হৃতিকের সঙ্গে চুমুর ওই দৃশ্য ঘিরে ঐশ্বর্যর অনুরাগী মহলেও চলেছিল বিতর্ক।
অনেকখানি ওজন কমিয়ে ‘ধুম টু’ ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেই ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। হৃতিকের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য আইনি চিঠি পেয়েছিলেন অভিনেত্রী। সেই আইনি চিঠি এসেছিল ঐশ্বর্যর অনুরাগীর থেকেই। তাতে লেখা ছিল, “আপনি একজন কিংবদন্তি। অন্যান্য মেয়েদের কাছে আপনি একজন নিদর্শন। আপনার জীবনধারা দেখে তাঁরা অনেককিছু শেখে। ফলে এই ধরনের দৃশ্যে অভিনয় করলে, তাঁরা আপনার থেকে কী শিখবে?”
এরপর থেকেই নাকি পর্দায় কোনও ধরনের অন্তরঙ্গ মুহূর্তে অভিনয় করাতে রাজি করানো যায়নি ঐশ্বর্যকে। যদিও আইনি চিঠি পাওয়ার পর ঐশ্বর্য বলেছিলেন, “অভিনেতাদের পেশার খাতিরে তো অভিনয় করতেই হয়। এই চুম্বন ছিল শুধুমাত্র অভিনয়ের অংশ। তাছাড়া, সকলের সামনে অন্তরঙ্গ মুহূর্ত তৈরি করা ভারতীয় সভ্যতার অংশ নয়।”
