সংবাদসংস্থা মুম্বই : তখন ২০০৪-০৫ সাল। বড়পর্দায় ঝড় তুলেছিলেন এক অভিনেতা। তাঁর ছবি মানেই সব গান হিট। স্ক্রিনে তিনি মানেই উষ্ণ বাতাবরণ, ঠোঁটে ঠোঁট, আর তোলপাড় করা আবেগ। ২০০৪ সালে মল্লিকা শেরাওয়াতের বিপরীতে 'মার্ডার', ২০০৫ সালে তনুশ্রী দত্তের বিপরীতে 'আশিক বানায়া আপনে', ২০০৬ সালে উদিতা গোস্বামীর বিপরীতে 'অকসর', ২০০৬ সালে 'গ্যাংস্টার' -- তালিকাটা বেশ বড়ই। ডেবিউয়ের পরেই বলিউডে 'সিরিয়াল কিসার'এর তকমা পেয়েছিলেন এই অভিনেতা। নাম ইমরান হাশমি। তুমুল বিতর্ক হয়েছিল নায়িকাদের সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে। একের পর এক ছবিতে একাধিক অভিনেত্রীদের সঙ্গে যৌন দৃশ্যে বক্সঅফিস গরম করেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, এই সব করার জন্য অনেক খেসারত দিতে হয়েছে তাঁকে। তাহলে তিনিও ও কী বলিউডে কাস্টিং কাউচের শিকার? ঠিক কী হয়েছিল অভিনেতার সঙ্গে?
একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে ইমরান হাশমিকে তাঁর অনস্ক্রিন চুম্বন দৃশ্য সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। একটুও দ্বিধা না করে তিনি বলেন, '' ছবিতে প্রত্যেক চুম্বন দৃশ্যের জন্য স্ত্রী পারভীন শাহানিকে ক্ষতিপূরণ দিতে হয়েছে আমার। প্রত্যেক দৃশ্যের জন্য নিয়ম করে একটি বিলাসবহুল হ্যান্ডব্যাগ। এক সময় আমার ব্যাঙ্ক ব্যালেন্স প্রায় তলানিতে ঠেকেছিল এই কারণে।'' এবং তিনি এও জানিয়েছেন, সৌভাগ্যক্রমে তাঁকে সেরকম দৃশ্যে আর অভিনয় করতে হয় না। ফলে তিনি দেউলিয়া হওয়া থেকে রেহাই পেয়েছেন। ইমরান জানিয়েছেন, অনস্ক্রিন এই সব দৃশ্য তাঁর কাছে আর পাঁচটা সাধারণ কাজের মতোই ছিল।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল 'টাইগার ৩', সলমন খানের বিপরীতে এই ছবিতে তিনি ছিলেন প্রতিপক্ষের ভূমিকায়। অনুরাগীরা এই ছবি দিয়ে সম্পূর্ণ নতুন ভাবে আবিষ্কার করেছেন অভিনেতাকে। ২০২৪ সালে অভিনেত্রী সারা আলি খানের বিপরীতে মুক্তি পায় তাঁর 'এ বতন মেরে বতন', যা সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ছবি।
একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে ইমরান হাশমিকে তাঁর অনস্ক্রিন চুম্বন দৃশ্য সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। একটুও দ্বিধা না করে তিনি বলেন, '' ছবিতে প্রত্যেক চুম্বন দৃশ্যের জন্য স্ত্রী পারভীন শাহানিকে ক্ষতিপূরণ দিতে হয়েছে আমার। প্রত্যেক দৃশ্যের জন্য নিয়ম করে একটি বিলাসবহুল হ্যান্ডব্যাগ। এক সময় আমার ব্যাঙ্ক ব্যালেন্স প্রায় তলানিতে ঠেকেছিল এই কারণে।'' এবং তিনি এও জানিয়েছেন, সৌভাগ্যক্রমে তাঁকে সেরকম দৃশ্যে আর অভিনয় করতে হয় না। ফলে তিনি দেউলিয়া হওয়া থেকে রেহাই পেয়েছেন। ইমরান জানিয়েছেন, অনস্ক্রিন এই সব দৃশ্য তাঁর কাছে আর পাঁচটা সাধারণ কাজের মতোই ছিল।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল 'টাইগার ৩', সলমন খানের বিপরীতে এই ছবিতে তিনি ছিলেন প্রতিপক্ষের ভূমিকায়। অনুরাগীরা এই ছবি দিয়ে সম্পূর্ণ নতুন ভাবে আবিষ্কার করেছেন অভিনেতাকে। ২০২৪ সালে অভিনেত্রী সারা আলি খানের বিপরীতে মুক্তি পায় তাঁর 'এ বতন মেরে বতন', যা সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ছবি।
