নিজস্ব প্রতিনিধি: মাত্র ৩ দিন বাদে মুক্তি পাচ্ছে ‘টেক্কা’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সেই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন দেব। আপাতত পুজোর ছবির প্রমোশনে ব্যস্ত টলিউডের সুপারস্টার। কিন্তু হঠাৎ করে তাঁকে দেখা গেল সিনেমা হলের টিকিট কাউন্টারে। শুধু তাই নয়, টিকিট বিক্রিও করলেন নায়ক। হঠাৎ ব্যাপারটা কি?
এই মুহূর্তে ঘাটাল এবং কলকাতাতে নিত্য যাতায়াত দেবের। সাংসদের কর্তব্য পালনের পাশাপাশি ছবির প্রমোশন নিয়েও ব্যস্ত শিডিউল চলছে অভিনেতার। এরই মাঝে শনিবার বারুইপুরের একটি সিনেমা হলে পৌঁছে গেলেন দেব। সেখানে কাউন্টারে টিকিটও বিক্রি করলেন তিনি।সমাজমাধ্যমে নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। এদিন থেকে শুরু হয়েছে 'টেক্কা'র অ্যাডভান্স বুকিং। দেবের ওই ভিডিওতে দেখা গিয়েছে, টিকিট কাউন্টারে নায়ক নিজে হাতে টিকিট বিক্রি করছেন। সঙ্গে হাজির পরিচালক।
আসলে মাল্টিপ্লেক্সের যুগে ক্রমশ হারিয়ে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিন। অভিনেতার কথায়, সিঙ্গেল স্ক্রিনে বাংলা ছবির টিকিট বিক্রি হওয়া টলিউডের জন্য সুখবর। এই কারণেই একাধিক সিঙ্গেল স্ক্রিনে হাজির হচ্ছেন তিনি। এদিন হলের সামনে দেখা গেল অগুনতি মানুষের ভিড়। তাঁদের কাছে, প্রিয় নায়কের হাত থেকে টিকিট কিনতে পারা যেন স্বপ্নের মত। টিকিট বিক্রির পাশাপাশি অনুরাগীদের সঙ্গে কথাও বলেন দেব। কারও কারও আবদার মিটিয়ে দেন অটোগ্রাফও।
‘টেক্কা’ ছবিতে নিজের সেরাটা দিয়েছেন দেব। অভিনেতাকে এমনভাবে আগে কখনও দেখেনি দর্শক, এমনটাই মত সৃজিত মুখোপাধ্যায় থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়। এই চরিত্রের জন্যই দিনরাত এক করে পরিশ্রম করেছেন ‘পাগলু’। এমনকী কয়েকদিন স্নান না করে থাকা, চুল দাড়ি না কাটা সবকিছুই করেছেন অভিনেতা। আর ছবি মুক্তির আগে সম্ভবত প্রথমবার বিভিন্ন হলে গিয়ে টিকিট বিক্রিও শুরু করলেন তিনি।
