বলিউডে কোনও গান একেক সময় কখনও কখনও শুধু গান থাকে না— হয়ে ওঠে এক অনুভূতি, চিরজয়ী মুহূর্ত। ২০১৯ সালের ওয়ার ছবির ‘জয় জয় শিবশঙ্কর’ ঠিক তেমনই এক উদাহরণ। হৃতিক রোশন এবং টাইগার শ্রফের উন্মত্ত এনার্জি, চোখধাঁধানো নাচ আর তাদের জুটির রসায়ন আজও ভোলেননি দর্শকরা।

 

আর সেই কারণেই, যখন ‘ওয়ার ২’–র প্রথম গান ‘জনাবে আলি’–র প্রথম ঝলক প্রকাশ্যে এল, প্রত্যাশার পাল্লা গিয়েছিল একেবারে আকাশছোঁয়া। কিন্তু যা দেখা গেল, তাতে মন ভরল না ভক্তদের— বরং তুলনা, বিতর্ক আর হতাশার ঢেউ ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ার প্রতিটি কোণায়।

 

 “ডান্স ফ্লোরেও ওয়ার হবে!”— টিজারে দাবি ছিল বড়, বাস্তবে তেমন কিছুই পেল না দর্শক! বুধবার যশ রাজ ফিল্মস প্রকাশ করল ওয়ার ২–এর প্রথম গানের এক ঝলক— যেখানে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর-কে দেখা গেল ডান্স ফ্লোরে মুখোমুখি। ক্যাপশনে লেখা, “এবার নাচের মঞ্চেও যুদ্ধ!”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Yash Raj Films (@yrf)