‘ওয়ার ২’ নিয়ে দর্শকমহলে উন্মাদনার শেষ নেই। হৃতিক রোশনের সঙ্গেই এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জুনিয়র এনটিআর। দক্ষিণী সুপারস্টার। এবার তাঁর এক ভক্তই প্রেক্ষাগৃহে আক্ষরিক অর্থে অগ্নিকাণ্ড ঘটালেন। চারদিকে আতঙ্ক, হইচই।
ঠিক কী ঘটেছিল?
একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে জুনিয়র এনটিআর-এর একজন ভক্ত ওয়ার ২-এ অভিনেতার প্রবেশের দৃশ্যটি উদযাপন করার জন্য একটি ফ্লেমথ্রোয়ার ব্যবহার করছেন। ঠিক যেমনটি অভিনেতা করেছেন ছবিতে। তবে বাস্তব এবং কোটি কোটি টাকা দিয়ে তৈরি অ্যাকশন ছবির মধ্যে যে ফারাক বিস্তর, তা ভুলেই এমন ভয়ানক কাণ্ড ঘটিয়ে বসেন সেই ব্যক্তি।
নেটমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ সাধারণ মানুষ। সেই ভক্তের কাণ্ডজ্ঞান নিয়েই শুধু নয়, প্রেক্ষাগৃহের নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়েও প্রশ্ন তুলেছে। কেউ কেউ মনে করছেন যে এটি নিছকই একটি প্রচারমূলক পদক্ষেপ। কারণ দর্শককে প্রেক্ষাগৃহের ভিতর ফ্লেমথ্রোয়ার বা সেই ধরনের কোনও যন্ত্রই ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না।
এর আগে যখন ভক্তরা ‘ওয়ার ২’-র মুক্তি উদযাপন করছিলেন, তখন একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছিল যে, এক ব্যক্তি জুনিয়র এনটিআর-এর পোস্টারে 'রক্তের টিকা' লাগাচ্ছেন। দেখা যায়, অভিনেতার ভক্তটি তাঁর বুড়ো আঙুলে একটি পিনের মতো দেখতে জিনিস দিয়ে খোঁচা দিলেন। এরপর তিনি জুনিয়র এনটিআর-এর পোস্টারে রক্তের টিকা লাগাতে শুরু করেন।
অনেক সময়ই দেখা যায়, পছন্দের তারকার ছবি মুক্তির সময় রাস্তায় নেমে উদযাপন করেন ভক্তরা। চলে নাচগান, উল্লাস। নায়কের বিশাল কাটআউটে মালা পরিয়ে আরতির দৃশ্যও দেখা গিয়েছে একাধিকবার। তবে ভক্তদের এই কর্মকাণ্ড নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। জুনিয়র এনটিআর এখনও ভিডিওগুলির বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।
‘ওয়ার ২’ নিয়ে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া। জানা গিয়েছে, প্রথম দিন ছবিটি সব ভাষা মিলিয়ে ৫২.৫০ কোটি টাকা আয় করেছে। হিন্দি সংস্করণটি ২৯ কোটি টাকা এনে শীর্ষে রয়েছে। তেলেগু সংস্করণের ভাঁড়ারে রয়েছে ২৩.২৫ কোটি।
হৃতিক এবং জুনিয়র এনটিআর-এর যুগলবন্দিই মূলত প্রেক্ষাগৃহে দর্শক টানছে বলে মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা। একটি বিবৃতি জারি করে দক্ষিণী অভিনেতা লিখেছিলেন, ‘মনে হয়, আমার এবং হৃতিক রোশন গারুর (তেলুগুভাষীরা বয়োজ্যেষ্ঠদের সম্মান দিয়ে গারু সম্বোধন করেন) কেরিয়ার একই সময়ে শুরু হয়েছিল। অনেক আগে যখন আমি ‘কহো না প্যার হ্যায়’ দেখেছিলাম, তখন প্রায় পাগলই হয়ে গিয়েছিলাম। তিনি বর্তমানে দেশের অন্যতম সেরা নৃত্যশিল্পী। আমার যাত্রা শুরু হয়েছিল তাঁর প্রশংসা করে। এত বছর পর, আমি তাঁর সঙ্গে অভিনয় এবং নাচ করার সুযোগ পেয়েছি।’
হৃতিক এবং জুনিয়র এনটিআর ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কিয়ারা আডবাণী, অনিল কাপুর, আশুতোষ রানা। ববি দেওলের একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।
