সংবাদ সংস্থা মুম্বই: বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। আবারও মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, আর এবার তাঁর নিশানায় একসঙ্গে অনুরাগ কাশ্যপ, জন আব্রাহাম, এমনকী গোটা বলিউড সিস্টেম! ‘ধন ধনা ধন গোল’ (২০০৭) ছবি তৈরির পর্বে ঘটে যাওয়া অশান্তির কথা জানিয়ে ফের চর্চার কেন্দ্রে তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অগ্নিহোত্রী অকপটে বলেন, “ইউটিভি প্রযোজনা সংস্থা আমাকে লেখক হিসেবে দেখতেই চায়নি। ওরা শুধু অনুরাগকে গুরুত্ব দিচ্ছিল। অথচ তখন অনুরাগের নিজেরই প্রচুর ব্যক্তিগত সমস্যা চলছিল, সে মোটেও ছবিতে মন দিতে পারেনি।”
“স্ক্রিপ্ট দেখে মনে হয়েছিল, পেন দিয়ে কেউ হিজিবিজি এঁকে গেছে!”, দাবি বিবেকের। জানালেন, ছবির লিখিত সংলাপ ছিল এতটাই অপরিপক্ব যে, পোস্ট-প্রোডাকশনে নিজেই তা পুনরায় লেখানোর ব্যবস্থা করেন অগ্নিহোত্রী। “সংলাপগুলো কোনও গঠনেই ছিল না। অবশেষে আমাকে অন্য একজনকে দিয়ে রিওয়ার্ক করাতে হয়,”—সোজাসাপটা মন্তব্য তাঁর।
যদিও অতীতে অনুরাগকে 'মদ্যপ' বলে সমালোচনা করেছিলেন, এবার খানিক সংযত সুরে বললেন, “আমি অনুরাগ আর বিক্রমাদিত্যকে লেখক হিসেবে সম্মান করি। তবে অনুরাগের একটা সমস্যা আছে—ও খুব বেশি কথা বলে, আর কখন কী বলে সেটা বোঝেই না। ও নিজেই আমাকে একাধিকবার ক্ষমা চেয়েছে।” আর এরপরেই জন আব্রাহাম সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি ! নায়কের নাম না করলেও যে জন আব্রাহামকেই টার্গেট করেছেন, তা স্পষ্ট। “বলিউডে গোটা ব্যবস্থাটা ঘোরে একজন ‘মধ্য মানের’ অভিনেতার চারপাশে, যার মেধা নিয়েই প্রশ্ন আছে। ও-ই ঠিক করে পোস্টারে কার ছবি থাকবে, কীভাবে মার্কেটিং হবে। এটা একটা অসুস্থ সিস্টেম।”
তিনি আরও বলেন, “ফুটবলারের চরিত্রে কাস্ট হলেও জন খেলাতেই স্বচ্ছন্দ ছিল না। আরশাদ ও রাজ জুটসির মতো অন্য অভিনেতারা কঠোর ট্রেনিং নিয়েছিল। কিন্তু জনের ক্ষেত্রে পা আর মুখের ক্লোজ-আপ আলাদা করে শুট করতে হত!” “যদি অভিনেতা বলে পাঁচটা লাইন একসঙ্গে বলতে পারছে না, তাহলে ওকে কোটি টাকা দেওয়ার মানে কী?”— প্রশ্ন অগ্নিহোত্রীর।এমনকী, তাঁর এও দাবি, শুটিং চলাকালীন জন-বিপাশার ব্রেকআপ ছিল বাড়তি চাপ! পরিচালকের কথায়, “ওদের সম্পর্ক ভাঙনের প্রভাব পড়েছিল সেটে। সেটা সামলানোও আমার দায় হয়ে উঠেছিল।”
‘ধন ধনা ধন গোল’–এর হিট মিউজিকের পিছনে থাকা ছবিটা আদতে কতোটা ছেঁচড়ে তৈরি হয়েছিল, এবার সেই পর্দা তুললেন পরিচালক নিজেই। “ছবির ভিত ছিল মজবুত। কিন্তু যখন চিত্রনাট্য থেকে বেশি গুরুত্ব পায় অভিনেতার অহংবোধ, তখনই সিনেমার প্রাণটা হারিয়ে যায়।”
বর্তমানে বিবেক অগ্নিহোত্রী ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’–এর কাজ নিয়ে। এই ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’–এর পরবর্তী কিস্তি হিসেবে ধরা হচ্ছে, যেটি সমালোচনার মুখে পড়লেও বক্স অফিসে সফল হয়েছিল।
