স্টার জলসার ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী'র মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন রাজদীপ গুপ্ত। যদিও মাঝপথেই ওই মেগা ছেড়ে বেরিয়ে আসেন তিনি। এরপর বহু ধারাবাহিকের মূখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সিরিজ থেকে ছবির জগতেও রাজদীপ পরিচিতি পেয়েছেন। 

 

ছোটপর্দায় কয়েকদিন আগেও দেখা পাওয়া যায়নি রাজদীপের। জানা গিয়েছিল, ভাল প্রস্তাবের জন্য অপেক্ষা করছেন অভিনেতা। তবে অপেক্ষার অবসান হয়েছে পার্শ্ব চরিত্রের মাধ্যমে! নায়ক নয়, প্রথমবার পার্শ্ব চরিত্রে ধারাবাহিকে ফিরছেন রাজদীপ। স্টার জলসার ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Rajdeep Gupta (@rajdeep.gupta)