Viral Video: tollywood actor Rajdeep Gupta making tea | Aajkaal
অভিনয় ছেড়ে চা বানাচ্ছেন রাজদীপ গুপ্ত! হঠাৎ কেন এমন হাল অভিনেতার?
নিজস্ব সংবাদদাতা
৪ আগস্ট ২০২৫ ১৪ : ০৭
শেয়ার করুন
স্টার জলসার ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী'র মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন রাজদীপ গুপ্ত। যদিও মাঝপথেই ওই মেগা ছেড়ে বেরিয়ে আসেন তিনি। এরপর বহু ধারাবাহিকের মূখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সিরিজ থেকে ছবির জগতেও রাজদীপ পরিচিতি পেয়েছেন।
ছোটপর্দায় কয়েকদিন আগেও দেখা পাওয়া যায়নি রাজদীপের। জানা গিয়েছিল, ভাল প্রস্তাবের জন্য অপেক্ষা করছেন অভিনেতা। তবে অপেক্ষার অবসান হয়েছে পার্শ্ব চরিত্রের মাধ্যমে! নায়ক নয়, প্রথমবার পার্শ্ব চরিত্রে ধারাবাহিকে ফিরছেন রাজদীপ। স্টার জলসার ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Rajdeep Gupta (@rajdeep.gupta)
তবে এর মধ্যেই অভিনেতাকে দেখা গেল চা তৈরি করতে। দোকানের সামনে বেশ ভিড়, আর চা পাতা, দুধ, চিনি দিয়ে বেশ কড়া করে চা তৈরিতে ব্যস্ত রাজদীপ। নিজেই সমাজমাধ্যমে এমন এক ভিডিও ভাগ করেছেন তিনি। আসলে ভিডিওটি ভাল করে দেখলে বোঝা যাবে, গোল বৈঠক নামের একটা ক্যাফেতে রয়েছেন রাজদীপ। এই 'চা-এর আড্ডা' সদ্যই অভিনেতার বাবার উদ্যোগে তৈরি হয়েছে। রাজদীপ জানিয়েছিলেন, বাবার দেখা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে শুধুমাত্র সাহায্য টুকু করেছেন তিনি। তাছাড়া হাতে একটু সময় পেলেই এই বৈঠকে সামিল হতে ভালবাসেন রাজদীপ। বৃষ্টির মরশুমে তাই উপরি পাওনা তাঁর হাতের তৈরির গরম চা। এই ভিডিওটি সমাজমাধ্যমে ভাগ করে তিনি লেখেন, 'চা না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, চা না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না।'
প্রসঙ্গত, স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। বাংলা টকিজের প্রযোজনায় এই ধারাবাহিকটি শুরুতেই দর্শকের মন জয় করেছে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজনন্দিনী পাল। ছবি, সিরিজে পরিচিত মুখ হলেও এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার টেলিভিশনের পর্দায় অভিষেক হল রাজনন্দিনীর।
রাণী ভবানীর স্বামী রাজা রামকান্তর চরিত্রে অভিনয় করছেন সায়ন বসু। এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে ইতিহাস। প্রথমবার এক নেতিবাচক ঐতিহাসিক চরিত্রে রাজদীপ গুপ্তকে দেখছেন দর্শক। এছাড়াও এই মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অরিজিতা মুখোপাধ্যায়, মানসী সেনগুপ্ত, অর্পিতা মুখোপাধ্যায়, সুব্রত গুহ রায়, অমিতাভ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা মিত্রকে।
গল্পে রাণী ভবাণীর জন্ম থেকে বড় হয়ে ওঠা, বিয়ে, তারাপীঠের মন্দিরের সঙ্গে যোগ আর শেষে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পুরো কাহিনির কোলাজ তুলে ধরা হবে।
এখন ধারাবাহিকের গল্প এগোচ্ছে ভবাণী ও রামকান্তর বিয়েকে কেন্দ্র করে। তাদের জুটির রাজ বিবাহ পর্ব দেখে দারুণ উত্তেজিত দর্শক মহল। কিন্তু গল্পের মোড়ে নতুন শ্বশুরবাড়িতে এসেই নাকি বিপাকে পড়বে ভবানী। তার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য তৈরি রাজ পরিবারের কিছু সদস্য। নাটোরের রাজাকে বিয়ে করে কি রাজরানীর সম্মান পাবে সে? পরিবারের সবার মন জয় করতে পারবে ভবানী? এই প্রশ্ন এখন সিরিয়ালপ্রেমীদের মনে।
ইতিহাসে রাণী ভবানীর স্বামী ছিলেন রাজা রামকান্ত মৈত্র। তাঁদের বিয়ের কয়েক বছরের মধ্যেই মারা যান তিনি। এরপর থেকেই জমিদারি সামলানো থেকে শুরু করে শত্রুর নিধন, সবটাই একা হাতে সামলান রাণী ভবানী। জানা যাচ্ছে পরে সেই দিকেই এগোবে গল্প।
এই ধারাবাহিক শুরুর আগে নানা চর্চা ছিল নেটিজেনদের মধ্যে। আধ্যাত্মিক গল্পের উপর তৈরি ধারাবাহিক নিয়ে বরাবরই আবেগ কাজ করে দর্শকের। তাই এই গল্পটি ঠিক কেমনভাবে ফুটে উঠবে তা নিয়ে ছিল জোর চর্চা। যদিও 'রাণী ভবানী' শুরু হতেই সেই সব চর্চা বেমালুম মুছে গিয়েছে। কারণ, শুরু থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি।