সংবাদ সংস্থা মুম্বই: বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি শুধু অভিনয়ের জন্য নয়, তাঁর চিন্তাভাবনার সাহসের জন্যও বারবার আলোচনায় উঠে আসেন। এ বারও ব্যতিক্রম হল না। সম্প্রতি, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে এসে তিনি জানালেন—ছেলে বর্ধনের জন্ম পরিচয়পত্রে ধর্ম উল্লেখ করার জায়গাটি ফাঁকা রেখেছেন তিনি ও তাঁর স্ত্রী শীতল ঠাকুর!

 

“যদি আমি জানতে পারি আমার সন্তান কাউকে ধর্ম বা জাতপাত দেখে বিচার করছে, সেদিন আমি সত্যিই কষ্ট পাব, ভেঙে পড়ব। আমি ওকে সে ভাবে বড় করব না," স্পষ্ট ভাষায় জানালেন বিক্রান্ত। ধর্ম সম্পর্কে তাঁর অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বিক্রান্ত বলেন— “আমার কাছে ধর্ম মানে বিশ্বাস, একটা পথ। সেটা যে যার মতো বেছে নেওয়ার অধিকার থাকা উচিত। আমার পরিবারে সব ধর্মের ছাপ রয়েছে — আমার মা শিখ, বাবা খ্রিস্টান, ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অন্যদিকে, আমার স্ত্রী রাজপুত ঠাকুর পরিবার থেকে এসেছে। আমিও সব ধর্মের জায়গায় যাই। পুজো  করি, দরগাতেও যাই, গুরুদ্বারায় গিয়েও মাথা ঝুঁকাই।”

 

তিনি স্পষ্ট জানান— ধর্ম মানব-নির্মিত, কিন্তু বিশ্বাস ঈশ্বরের প্রতি। সেই বিশ্বাস তাঁর মধ্যে প্রবল, এবং প্রতিদিন জীবনের জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান।“ আমরা ছেলের জন্ম পরিচয়পত্রে ধর্মের জায়গায় একটা ড্যাশ (-) দিয়েছি। কোনও সরকার জোর করে বলে না যে ধর্ম উলকে হবে। এটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত।”

 

বিক্রান্তের মতে, সন্তানকে বিচারবুদ্ধিসম্পন্ন, মানবিক এবং অসাম্প্রদায়িক করে তুলতেই এই পদক্ষেপ। তিনি আরও বলেন,“আমরা সন্তানের নামকরণ করেছি ঠিকই, কিন্তু কোনও ধর্মীয় ছাঁচে ফেলিনি। আমার জীবনের সব সিদ্ধান্তেই আমি চাই ও যেন আগে মানুষ হয়, পরে অন্য কিছু।”