সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনের চর্চিত জুটি অভিনেত্রী তমান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় বর্মা। 'লাস্ট স্টোরিজ ২’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যায় বিজয়-তমন্নাকে। সেইসময় তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শকের। সেই সিরিজের শুটিং সেট থেকেই প্রেমে পড়েন দু'জন। যদিও কখনওই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেননি কেউই।
এতদিন হাসিমুখে বহু অনুষ্ঠানে ধরা দিয়েছেন তাঁরা। এবার জানা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটছেন এই জুটি। এই জল্পনা এখন তুঙ্গে। বলিপাড়ার অন্দরের খবর, কয়েক সপ্তাহ আগেই আলাদা হয়েছে বিজয়-তমন্নার পথ।
জানা যাচ্ছে, তমান্না নাকি তাড়াতাড়ি বিয়ে করে সংসার শুরু করতে চেয়েছিলেন। কিন্তু এখনও প্রস্তুত নন বিজয়। তাই বিচ্ছেদের পথে হাঁটলেন জুটিতে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নিজের 'এক তরফা' ভালবাসার কথাও প্রকাশ করেছিলেন তমান্না।
কিন্তু এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন বিজয়।সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, "আপনারা সম্পর্কের কথা বলছেন, তাই তো! আমার মনে হয় কেউ যদি সম্পর্কটাকে আইসক্রিমের মতো উপভোগ করেন, তাহলে সে ভাল থাকবেন। তার অর্থ হল, যে ফ্লেভারই আসুক না কেন, সেটাই মন ভরে উপভোগ করুন। দৌড়ে যান।" এদিকে বিজয় ভার্মার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বিনোদুনিয়া সরগরম। একাংশের অনুমান, তিনি হয়তো নতুন প্রেমে পড়েছেন।
