সংবাদসংস্থা মুম্বই: ১ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'ভুল ভুলাইয়া ৩'। ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন তৃপ্তি দিমরি। সঙ্গে রয়েছেন বিদ্যা বালন ও মাধুরী দীক্ষিত। এখন জোর কদমে চলছে ছবির প্রচারের কাজ। সম্প্রতি, পুনের একটি বড়া পাওয়ের দোকানে দেখা মিলল কার্তিক ও মাধুরীর। ছবির প্রচারে এসে একসঙ্গে বড়া পাও খেলেন দুই তারকা। এই ভিডিও সামনে আসতেই নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি,ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন বিদ্যা বালন এবং কার্তিক আরিয়ান। প্রচারে এসেই দারুণ মজায় মাতলেন দুই তারকা। প্রতিটা প্রচারে গিয়ে তাঁদের ভরপুর খুনসুটি করতে দেখা যাচ্ছে। পর্দায় রুহু বাবা আর মঞ্জুলিকার খুনসুটির নানা মুহুর্ত এখন ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে।
এর মাঝেই বিদ্যা দিলেন এক বড় খবর। 'ভুল ভুলাইয়া ৩'-এর প্রচারে এসে নতুন ছবির ইঙ্গিত দিলেন অভিনেত্রী। ২০১১ সালে মুক্তি পেয়েছিল 'দ্য ডার্টি পিকচার'। ছবিতে তুষার কাপুর, নাসিরউদ্দিন শাহের সঙ্গে ছিলেন বিদ্যা বালান। 'ভুল ভুলাইয়া ৩'-এর প্রচারে এসে বিদ্যা জানান, এই ছবিটি তাঁর কেরিয়ারের সবচেয়ে সাহসী ছবির মধ্যে একটি। নিজেকে চরিত্রের খাতিরে যেভাবে ভেঙেছিলেন অভিনেত্রী, তা ভাবলে আজও স্মৃতিমেদুর হয়ে পড়েন তিনি।
বিদ্যার কথায়, "অনেকদিন হয়ে গিয়েছে ছবি মুক্তির। এর সিক্যুয়েল যদি হয়, আমি খুব খুশি হব। এর জন্য পুরোপুরি তৈরিই আছি। শুধু সময় আর সুযোগের অপেক্ষা।"
