সংবাদসংস্থা মুম্বই: আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
ভেলকি দেখাবেন ভিকি?
পরিচালক সুজিত সরকারের সঙ্গে আরও একবার হাত মেলাচ্ছেন ভিকি কৌশল। তাঁদের নতুন ছবির নাম ‘এক জাদুগর’। ছবির আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি, প্রথম পোস্টারও প্রকাশ করা হয়েছে। যেখানে ভিকি কৌশলকে একজন জাদুকরের চরিত্রে দেখা যাচ্ছে। এই ছবির গল্পে থাকবে ভরপুর কমেডি। কিন্তু নায়িকার চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।
'রেস ৪' নিয়ে বড় ঘোষণা
প্রযোজক রমেশ তৌরানি সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে 'রেস ৪' নিয়ে বড় ঘোষণা করেছেন। তিনি জানান, সমাজমাধ্যমে ছবি ঘিরে ছড়িয়ে পড়া নানা তথ্যে তিনি বিভ্রান্ত। ছবিতে আপাতত সইফ আলী খান ও সিদ্ধার্থ মালহোত্রার থাকার খবর রয়েছে তাঁর কাছে। কারণ, এই দু'জনের সঙ্গেই একমাত্র ছবি প্রসঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। তাই এখনই বাকি অভিনেতাদের নাম তিনি প্রকাশ্যে আনতে অনিচ্ছুক।
হলিউডে পাড়ি হৃতিকের?
'কৃষ ৪'-এর মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে হৃতিক রোশনের। ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার গুরুদায়িত্ব সামলাবেন তিনি। এছাড়াও অভিনেতার হাতে রয়েছে একগুচ্ছ ছবি। কিন্তু এর মধ্যেই বলিউডের অন্দরে চর্চা শুরু হয়েছে যে, এবার নাকি হলিউডে পাড়ি দেবেন হৃতিক। তাঁর হলিউডের বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের সঙ্গে কাজ করার গুঞ্জন ভাসছে টিনসেল টাউনে। আসলে এক সাক্ষাৎকারে নোলানের সঙ্গে কাজের ইচ্ছে প্রকাশ করেছিলেন হৃতিক। এবার কি তবে সেই ইচ্ছেই পূরণ হতে চলেছে হৃতিকের?
