মুম্বই সংবাদসংস্থা: শিবাজি-পুত্র শম্ভুজির চরিত্রের পর ফের এক বার পিরিয়ড ছবিতে ফিরতে চলেছেন। আরও ভাল করে বললে পৌরাণিক আশ্রিত গল্পের ছবিতে। ব্যতিক্রমী এবং বিতর্কিত পুরাণপুরুষ 'পরশুরাম -এর ভূমিকায় দেখা যাবে ভিকিকে! ছবির নাম ‘মহাবতার’। ছবিটি প্রযোজনা করছেন দীনেশ ভিজন এবং পরিচালনায় ‘স্ত্রী’ ছবি খ্যাত অমর কৌশিক। বুধবার এই ছবির পোস্টার প্রকাশ করে ছবিমুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে নিমার্তাদের তরফে।  ২০২৬-এর ক্রিসমাসে মুক্তি পাবে ‘মহাবতার’।

 


পোস্টারে সুঠাম, পেশিবহুল চেহারায় ধরা দিয়েছেন ভিকি। কাঁধ ছাপিয়ে বুকের উপর এলিয়ে পড়া কাঁচাপাকা চুল, মুখ ঢাকা লম্বা চাপদাড়িতে। দু'চোখের দৃষ্টি থেকে যেন ঠিকরে বেরোচ্ছে রাগ। ভিকির পাশে দেখা যাচ্ছে পরশুরামের সেই বিখ্যাত কুঠার-ও। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Maddock Films (@maddockfilms)