নিজস্ব সংবাদদাতা: বেশ অনেক দিন অসুস্থ ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। স্টার জলসার একটি ধারাবাহিকে অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তা আর করা হয়ে ওঠেনি। অবশেষে সুস্থ হয়ে নিজেই কাজে ফেরার সুখবর দিলেন।
বেশ কিছুদিন ধরে গৃহবন্দি ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে সম্প্রতি একটি খুঁটিপুজোর অনুষ্ঠানে তাঁকে বহুদিন পর হাসিমুখে দেখা গিয়েছে। খুঁটিপুজোর অনুষ্ঠানে এসে এই বর্ষীয়ান অভিনেত্রী বলেন, 'এখন আমি ভাল আছি। পুজোতে আগেও বেড়িয়েছি আমি। তবে এই বছর যা পরিস্থিতি পুজোর আনন্দ উপভোগ করতে পারছি না।'
ছোটবেলায় ঢাকা শহরে পুজো কেটেছে সাবিত্রী চট্টোপাধ্যায়ের। সেই অভিজ্ঞতা অবশ্য বলা সম্ভব নয়। সবসময় মনে থেকে যাবে, স্মৃতি বিজড়িত গলায় বলেন অভিনেত্রী। এখন কি পুরোপুরি সুস্থ তিনি? জবাবে বর্ষীয়ান অভিনেত্রী জানান, খুব তাড়াতাড়ি ফ্লোরে ফিরছেন। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কাজ শুরু করছেন তিনি।
বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার খবরে উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরা। ৮৭ বছর বয়সী অভিনেত্রী এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। মনের জোরে ফের সুস্থ হয়ে কাজে ফিরছেন তিনি। স্টার জলসার 'রোশনাই' ধারাবাহিকে বহু বছর পর সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়কে একসঙ্গে দেখতে পাওয়ার কথা ছিল। তবে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সাবিত্রী চট্টোপাধ্যায়। ফলে মাধবী মুখোপাধ্যায় অভিনয় করলেও এই ধারাবাহিকে এখনও পর্যন্ত তাঁকে দেখা যায়নি। কিন্তু এবার সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও কাজ শুরু করছেন সাবিত্রী চট্টোপাধ্যায়।
