আলোর উৎসবের দিন আচমকা বলিউডে নেমে এল তীব্র শোকের ছায়া। প্রয়াত কিংবদন্তি অভিনেতা আসরানি। ৮৪ বছর বয়সে, দীর্ঘদিনের অসুস্থতার পর, সোমবার (২০ অক্টোবর, ২০২৫) দুপুর ১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষীয়ান শিল্পীর মৃত্যুর খবরে সিলমোহর দিয়েছেন তাঁর ভাইপো অশোক আসরানি। কয়েকদিন ধরেই বুকে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। আসরানির আপ্ত সহায়ক  বাবু ভাইয়ের কথায়, “চার দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আসরানিজিকে। তাঁর ফুসফুসে জল জমেছিল। টানা চার দিনের চিকিৎসার পর আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বইয়ের সান্তাক্রুজের শান্তিনগর শ্মশানে আজ সন্ধ্যাতেই সম্পন্ন হয়েছে তাঁর শেষকৃত্য। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই ইনস্টাগ্রামে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি, যা এখন হয়ে উঠেছে তাঁর শেষ বার্তা।

পাঁচ দশকেরও বেশি দীর্ঘ অভিনয়জীবনে প্রায় ৩৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন আসরানি। হাস্যরসের জাদু আর নিখুঁত টাইমিং দিয়ে তিনি ছুঁয়ে গিয়েছেন কোটি দর্শকের হৃদয়। ‘শোলে’-তে জেলারের ভূমিকায় তাঁর সংলাপ, “হাম ইংরেজোঁ কে জামানে কে জেলর হ্যায়” আজও অমর। ‘চুপকে চুপকে’, ‘আজ কি তাজা খবর’, ‘বাওয়ারচি’, ‘কোশিশ’-এর মতো ছবিতেও তিনি ছিলেন অনবদ্য।

হাসির পর্দার সেই চিরচেনা মুখ আজ চিরবিদায় নিলেন, রেখে গেলেন স্মৃতি, হাসি, আর এক সোনালি যুগের ছাপ।