টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


দিলজিতের পাশে বাণী

পাক তারকাদের নিয়ে ছবি তৈরি করায় দিলজিৎ দোসাঞ্জের উপর বেজায় চটেছেন দেশবাসী। এমনকী তাঁকে 'দেশদ্রোহী'র তকমাও দেওয়া হয়েছে। ভারতে নিষিদ্ধ হয়েছিল দিলজিৎ-এর 'সর্দারজি ৩'। তবুও পাকিস্তানে মুক্তি পেয়েছে এই ছবি। এছাড়াও মুক্তি পেয়েছে আরও অন্যান্য দেশে। দিলজিতের 'সর্দারজি ৩' ছবিতে হানিয়া আমির, নাসির চিন্যোতি, ড্যানিয়েল খাওয়ার এবং সেলিম আলবেলার মতো একাধিক পাক মুলুকের তারকা রয়েছেন। পহেলগাঁও হামলার প্রেক্ষিতেই দিলজিতের কাণ্ডজ্ঞান নিয়ে ক্ষিপ্ত ওই ফিল্ম সংগঠন। একাধিক পাকিস্তানি শিল্পীকে কাস্ট করেই বিপাকে পড়েছেন দিলজিৎ। পাঞ্জাবি সুপারস্টারের সিনেমা ঘিরে আপত্তি তুলেছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। পাক তারকাদের কাস্ট করায় পাশাপাশি নেটিজেনরাও দিলজিৎকে 'দেশদ্রোহী' বলে কটাক্ষ করেছিলেন। এবার সহ-অভিনেতার পাশে দাঁড়ালেন অভিনেত্রী বাণী কাপুর। মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এই ছবিটির শুটিং পহেলগাঁও হামলার অনেক আগেই হয়েছিল। ছবির সঙ্গে কমপক্ষে ১০০ জন টেকনিশিয়ান যুক্ত ছিলেন। এরপর যখন ছবি মুক্তির সময় এল তখন সবাই ক্ষেপে উঠলেন। কিন্তু এতে অভিনেতা বা প্রযোজকের কী করা উচিৎ? ছবি মুক্তি পাবে না? আমার তো মনে হয় এটা কোনও আইনশৃঙ্খলা লঙ্ঘনের মতো কাজ হয়নি।"

 

আরও পড়ুন: ইধিকার সঙ্গে রণক্ষেত্রে রুবেল! জি বাংলার 'মহালয়া'য় 'মহিষাসুর' রূপে ধরা দেবেন অভিনেতা?


রণবীরের মেহেন্দি-স্মৃতি

বলিউডের জনপ্রিয় মেহেন্দি আর্টিস্ট বীণা নাগদা বছরের পর বছর ধরে একাধিক তারকার সঙ্গে কাজ করেছেন। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়েতেও তিনি মেহেন্দি পরিয়েছিলেন। এক সাক্ষাৎকারে সেই দিনের কথা স্মরণ করেছেন বীণা। তাঁর কথায়, "এই অভিজ্ঞতা আমি কোনওদিন ভুলতে পারব না।" তিনি আরও বলেন, দীপিকা যেমন নিজের প্রতিশ্রুতি রেখেছেন, তেমনি রণবীর সিং ছিলেন অনুষ্ঠানের প্রাণ। "রণবীরের প্রশংসা করতে সব শব্দই কম পরে। ও ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে যেন আলো ছড়িয়ে পড়ত। লেক কোমোতে সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল। কিন্তু রণবীর এসে সব উষ্ণ করে দিল। হাসিমুখে সবার সঙ্গে মিশছিল, মজা করছিল। সে যখন বলল, 'একজন রানী আরেক রানীর জন্য মেহেন্দি করছে,' আমি তখন আহ্লাদে আটখানা।" তিনি জানান রণবীরের মেহেন্দিতে শুধু দীপিকার নামই ছিল না। বরং, তিনি সঙ্গে জুড়ে দেন তিনটি তারা। একটি নিজের, একটি মাকে এবং আরেকটি বোনের উদ্দেশ্যে। বিয়েতে তাঁর পারিশ্রমিক সম্পর্কে প্রশ্ন করা হলে, বীণা সরাসরি কিছু না বলে জানান, "মূল্য নির্ভর করে নকশা ও কনের চাহিদার উপর। কাস্টমাইজড ডিজাইন কিছুটা ব্যয়বহুল হলেও, সাধারণত সেটা ১ লক্ষ টাকার মধ্যেই হয়।" 


চরম অপমানের শিকার ইশা!


বলিউড অভিনেত্রী ইশা কোপিকর মুখ খুললেন তাঁর কেরিয়ারের প্রথম দিকের এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কীভাবে এক দক্ষিণী ছবির সেটে নাচ না জানার জন্য তাঁকে প্রকাশ্যে অপমান করা হয়েছিল। সেই অপমান এতটাই কুরুচিকর ছিল যে, মেকআপ ভ্যানে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। এক সাক্ষাৎকারে ইশা বলেন, “আমার প্রথম দক্ষিণী ছবি ছিল সেটা। তখনই আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি। সেখানে প্রচুর নাচের দৃশ্য ছিল। কিন্তু আমি তখনও নাচে পারদর্শী ছিলাম না। সেই সময় একজন কোরিওগ্রাফার সবার সামনে বলেছিলেন— "এই মেয়েগুলো কিছুই পারে না, জানি না কেন ওদের নেওয়া হয়।" এই মন্তব্যে চরম অপমানিত বোধ করেন অভিনেত্রী। তিনি বলেন, “আমি মেকআপ ভ্যানে গিয়ে হাউহাউ করে কেঁদেছিলাম। তারপর মনে মনে প্রতিজ্ঞা করি, নাচ আমি শিখবই। আর যেন কেউ কখনও এভাবে আমাকে ছোট না করে, সেই চেষ্টাই করব।”
এরপর ইশা সরোজ খানের প্রধান সহকারীর কাছে গিয়ে নাচ শিখতে শুরু করেন। নিয়মিত বাড়িতে রিহার্সাল করতে থাকেন। ফলাফল আসে দ্রুত। ‘খাল্লাস’ গানে তাঁর পারফরম্যান্স দর্শকের মনে দাগ কাটে। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বলিউডে তাঁকে ‘খাল্লাস গার্ল’ নামেই ডাকতে শুরু করেন অনেকে।