সংবাদসংস্থা মুম্বই: বর্তমানে সোশ্যাল মিডিয়া তাঁরই দখলে। চর্চায় থাকে তাঁর সমস্ত পোশাকের কেরামতি। তিনি উরফি জাভেদ। বলা হয়, তিনি নাকি ইতিমধ্যেই কার্যত সবকিছু দিয়েই পোশাক তৈরি করে পরে ফেলেছেন। ব্লেড থেকে শুরু করে নিজের ছবি দিয়ে তৈরি পোশাক নজর কেড়েছে নেটিজেনদের। কখনও তাঁর গলা থেকে থাকে জিনস, কখনও আবার শরীরে পোশাক বলতে কার্যত কিছুই থাকে না, কয়েক টুকরো আবরণ ছাড়া।
তাঁর কেরিয়ারে একটা সময় এমন গিয়েছে, যখন একের পর এক শো থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে অথবা, তাঁকে নিয়ে শুরু হওয়া শো বন্ধই হয়ে গিয়েছে মাঝপথে। কিন্তু এখন তাঁর ডাক পড়ে বিভিন্ন শোয়ের অতিথি হিসাবে। কিন্তু হঠাৎ জনপ্রিয় এক শো থেকে রেগেমেগে বেরিয়ে গেলেন উরফি।
সময় রায়নার 'ইন্ডিয়াজ গট লেটেন্ট'-এর অতিথি হিসাবে এসেছিলেন তিনি। সেখানে একজন প্রতিযোগীর কাছ থেকে আপত্তিকর মন্তব্য পেয়ে শো ছাড়েন উরফি। শো চলাকালীন প্রতিযোগী তাঁকে জিজ্ঞেসা করেন, আজ পর্যন্ত কতজন পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়েছেন উরফি? এই প্রশ্ন শুনেই রেগে আগুন উরফি! সোজা শো ছেড়ে বেরিয়ে যান তিনি। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায় না সময় রায়নাকেও। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যম সূত্রে এই খবরে তোলপাড় নেট দুনিয়া।
