নিজস্ব সংবাদদাতা: 'সাত্যকি-ঊর্মি' জুটিকে আজও ভোলেননি দর্শক। তবে এত তাড়াতাড়ি যে আবার ছোটপর্দায় দু'জনকে একসঙ্গে দেখতে পাবেন, তা আশা করেননি কেউই। জি বাংলার নতুন ধারাবাহিক 'আনন্দী'র হাত ধরে ফিরেছে ঋত্বিক-অন্বেষা জুটি। 

 

 

 

ধারাবাহিকে‌ চিকিৎসকের চরিত্রে ঋত্বিক এবং নার্সের চরিত্রে অন্বেষা। 'ঊর্মি'র মতোই এবারও বেশ হাসিখুশি চরিত্রে দেখা যাচ্ছে 'আনন্দী'কে। ডাক্তারবাবুর ঠাকুমাকে ইনজেকশন দিতে বাড়িতে পা রাখে 'আনন্দী'। গল্পে সে শেখাচ্ছে কীভাবে ভালবেসে রোগ সারানো যায় এবং মন ভাল রাখা যায়। যেখানে ডাক্তার নাতি ফেল, সেখানে ঠাকুমাকে হাসিমুখে ইনজেকশন দিয়ে ফেলছে সে। 

 

 

শুধু ভালবেসে রোগই সারায় না সে। ভালবাসা দিয়ে ধীরে ধীরে মনও জয় করে ফেলেছে 'টুকাইবাবু'র। কিন্তু তাদের মাঝে উড়ে এসে জুড়ে বসেছে তৃতীয় ব্যক্তি তিতির। সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে নতুন এক প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, জোর টক্কর লেগেছে আনন্দী ও তিতিরের। 

 

 

 

তিতির, আনন্দীকে চ্যালেঞ্জ জানায়, সে সারারাত আদিদেবের সঙ্গে পার্টি করবে। এদিকে আনন্দীও পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে জানায়, সে কিছুতেই তিতিরের এই পরিকল্পনা সফল হতে দেবে না। আদি বাড়িতে ফিরবেই। সত্যিই আনন্দীর ডাকে আদি বাড়িতে আসে। কিন্তু আনন্দী এক অন্য রূপে ধরা দেয় তার কাছে। 'হাওয়া হাওয়াই' গানে আনন্দী নাচতে শুরু করে, রাত পার্টির আয়োজনও করে সে নিজের মতো। এবার কি কাছাকাছি আসবে আদি-আনন্দী? নাকি গল্পে আসবে নতুন কোনও মোড়? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।