নিজস্ব সংবাদদাতা: অল্পদিনেই দর্শকমনে জায়গা করে নিয়েছে সান বাংলার ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'। ১৫ বছরের দীর্ঘ সংসারজীবনে প্রাপ্য মর্যাদাটুকুও আলো পায়নি। এই সংসারে সে বড্ড বেমানান। আলোর মনের কোণের অন্ধকারের খোঁজ কেউ রাখে না।

 

তাই সে মনে করে এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার চেষ্টা করে সে। কিন্তু প্রতিনিয়ত তাকে মুখোমুখি হতে হয় নানা সমস্যার। সিংহ রায় বাড়ির পূত্রবধূই যে তার একমাত্র পরিচয় নয় সেটা সে বুঝতে পারে।

 

আলোর নিজের একটা পরিচয় বানানোর স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়েছে আলো। ছোট বাচ্চাদের দেখাশোনার দায়িত্বের কাজের খবর পেয়ে বিজ্ঞাপনে দেওয়া ঠিকানায় আসে সে। প্রথম চাকরির পরীক্ষার ফল কী হবে তা নিয়ে চিন্তার ভাঁজ পড়ে তার কপালে। অবশেষে মনে জোর এনে বাচ্চাদের মাঝে যায় সে। কিন্তু দুষ্টু বাচ্চাদের মাঝে নাজেহাল অবস্থা হয় আলোর। প্রথম চাকরি টিকিয়ে রাখতে পারেনি সে। কিন্তু লড়াই থামেনি।


নিজের পায়ে দাঁড়ানোর জন্য হাতে বানানো পিঠে ট্রেনে বিক্রি করে সে। ভাল রোজগারও হয় তার। কিন্তু হঠাৎ পুলিশের ফোন আসে আলোর শ্বশুরবাড়িতে। তাকে কারাবন্দি করা হয়। কোন বিপদ নেমে আসছে তার জীবনে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।