নিজস্ব সংবাদদাতা: এপার বাংলা, ওপার বাংলার মিশেলে এক অন্যধারার গল্প ফুটে উঠছে জি বাংলার ধারাবাহিক 'পুবের ময়না'য়। পর্দায় রোদ্দুর আর ময়নার খুনসুটিতে ভরা গল্প দারুণ জমে উঠেছে। 

 

 

ইতিমধ্যেই রোদ্দুর-ময়নার মাঝে এসে হাজির গুঞ্জা। রোদ্দুরের প্রাক্তন প্রেমিকা সে। কিন্তু বর্তমানে ময়নার থেকে রোদ্দুরকে আলাদা করার জন্য উঠেপড়ে লেগেছে সে। এদিকে গুঞ্জাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠছে ময়না। 

 

 

নানাভাবে ময়নাকে ফাঁসানোর পরিকল্পনা করছে গুঞ্জা। কিন্তু নিজের বুদ্ধির জোরে কিছুতেই গুঞ্জার পাতা ফাঁদে পা দিচ্ছে না ময়না। বরের প্রাক্তনকে শায়েস্তা করতে নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করে সে। এদিকে আবারও নতুন বিপদ রোদ্দুর-ময়নার জীবনে। গুঞ্জার সঙ্গে হাত মিলিয়ে রাজারাম চিঠি পাঠায় ময়নাকে। সেই চিঠি এসে পরে রোদ্দুরের হাতে। কিন্তু ময়নার অজান্তেই ঘটে এই ঘটনা। 

 

 

এদিকে রোদ্দুরদের বাড়িতে এসে হাজির রাজারাম। জানায় ময়নাকে সে বাংলাদেশে নিয়ে যেতে চায়। রাজারামের কথায় বিশ্বাস করে ময়নাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে রোদ্দুর। রোদ্দুরের অবিশ্বাস মেনে নিতে না পেরে রাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় ময়না। অন্ধকার রাতে ময়নার পথ আটকয় রাজারাম। প্রতিশোধ নিতে সে কি ক্ষতি করবে ময়নার? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।