নিজস্ব সংবাদদাতা: বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু’। দীর্ঘ দু'বছরের বেশি সময় ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়ে আসছে সৃজন-পর্ণার গল্প। প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় ভাল ফলাফল করে এই ধারাবাহিক। যদিও আগে 'বাংলা সেরা'র মুকুট দখল করলেও এখন মাঝেমধ্যেই তা হাত ছাড়া হয়।
বেশ কিছুদিন ধরেই টলিপাড়ার অন্দরের গুঞ্জন এবার নাকি শেষের পথে এই ধারাবাহিক। সেই জায়গায় এসেছে নতুন গল্প 'পরিণীতা'। এই ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছেন উদয় প্রতাপ সিং ও নবাগতা ঈশানী। যদিও 'নিম ফুলের মধু' শেষ হওয়ার কোনও লক্ষণ গল্পে দেখা যাচ্ছে না। শুধুমাত্র সম্প্রচারের সময় বদলেছে।
তার জন্য কিছুটা হলেও মন খারাপ হয়েছিল দর্শকের। কিন্তু এর মাঝেই এল গল্পে টানটান মোড়। সম্প্রতি, চ্যানেলের পক্ষ থেকে মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে ঈশা পর্ণার দিকে গুলি তাক করে। কিন্তু পর্ণাকে বাঁচাতে গিয়ে সৃজন সামনে এসে দাঁড়ায়। গুলি এসে সৃজনের বুকে লাগে। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসক জানান, সৃজনের অবস্থা সঙ্কটে। একমাত্র ভগবানই ভরসা এখন।
এই কথা শুনে কৃষ্ণা ও পর্ণা দু'জনেই শিবের মন্দিরে যায়। ঠাকুরমশাই জানান, সৃজনকে যে সবচেয়ে বেশি ভালবাসে সে যেন মন্দিরের ঘন্টা বাজিয়ে তার সুস্থতা কামনা করে। এই কথা শুনে কৃষ্ণা ভাবে পর্ণা হয়ত তার থেকেও বেশি সৃজনকে ভালবাসে। তাই ঘন্টা বাজাতে গিয়েও থেমে যায় সে। কিন্তু পর্ণা এসে বলে যে, তারা যদি একসঙ্গে মন্দিরের ঘন্টা বাজিয়ে সৃজনের সুস্থতা কামনা করে তাহলে সে তাড়াতাড়ি ভাল হয়ে যাবে। এরপর বিবাদ ভুলে এক হয় শাশুড়ি-বউমা। টানটান উত্তেজনাপূর্ন এই পর্বের ঝলক সামনে আসতেই দারুণ খুশি সিরিয়াল প্রেমীরা।
