নিজস্ব সংবাদদাতা: ২০ বছরের লিপ এসেছে জি বাংলার 'নিম ফুলের মধু'তে। ধারাবাহিকে পর্ণা-সৃজনের দুই ছেলে-মেয়ে এখন বড় হয়ে গিয়েছে। গল্পের নতুন মোড়ে দেখা যাচ্ছে স্মৃতি হারিয়েছে সৃজন। এখন মাফিয়া দলের মাথা সে। তার সঙ্গে রয়েছে বান্ধবী মোহিনী।

 


এদিকে পুঁটি মা পর্ণার পাশে আছে সব সময়। কিন্তু ছেলে অর্পণ এখন ঠাম্মির কথা মতো চলে, মাকে পাত্তা দেয় না সে। সেই ঝলক আরও একবার ফুটে উঠল ধারাবাহিকে। সম্প্রতি, মুক্তি পেয়েছে নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, মায়ের অমতে প্রেমিকাকে বিয়ে করে সোজা দত্ত বাড়িতে হাজির অর্পণ। ছেলের এই কাণ্ড দেখে রেগে আগুন পর্ণা। 
এদিকে, সৃজনও মোহিনীকে বিয়ে করবে ঠিক করে। 

 

 

স্বামী আর ছেলের জন্য ফের লড়াই শুরু পর্ণার। এদিকে, জানা যায় অর্পণের নতুন বউ আর কেউ নয়, ইশার মেয়ে। যদিও ছদ্মবেশে থাকায় ইশাকে চিনতে পারেনি দত্ত বাড়ির কেউই। সেই সুযোগে পর্ণা আর পুঁটি মেরে ফেলার ছক কষে সে। ষড়যন্ত্র করে একসঙ্গেই মা-মেয়েকে মেরে ফেলতে চায়। পর্ণা-পুঁটিকে মৃত্যুর মুখ থেকে কীভাবে বাঁচাবে সৃজন? এবার কি স্মৃতি ফিরবে তার? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।