নিজস্ব সংবাদদাতা: টিআরপির প্রতি সপ্তাহেই ভাল ফল করে জি বাংলার ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'। শ্যামলী ও অনিকেতের জুটি দর্শকমহলে দারুণ প্রশংসিত হচ্ছে। সেই ছবিই ধরা পড়ছে এই ধারাবাহিক নিয়ে নেটিজেনদের ইতিবাচক মন্তব্যে। 

 

একের পর এক নতুন মোড়ে দর্শকের মনোযোগ আকর্ষণ করেছে অনিকেত-শ্যামলীর গল্প। এবার আরও একবার বিপদের মুখে তারা। একেই দুর্ঘটনার মুখে পড়েছিল শ্যামলী। তাই এখন হুইলচেয়ারই ভরসা তার। এদিকে নতুন চক্রান্তের শিকার অনিকেত। 

 

কিঞ্জলকে খুনের অপরাধে পুলিশ গ্রেপ্তার করে অনিকেতকে। কিন্তু শ্যামলী তার পাশে এসে দাঁড়ায়। কোর্টের সে সাক্ষী হিসাবে জানায়, সেদিন কোথাও যায়নি অনিকেত। কিন্তু অরুণাভ এসে মিথ্যে সাক্ষী দেয়। ফলে বিপাকে পড়ে অনিকেত। কিন্তু সেদিন কোথায় ছিল সে? এই সত্যি কিছুতেই সামনে আনতে চায় না। তবে কি কিঞ্জলের খুনের পিছনে সত্যিই অনিকেতের হাত আছে? জানতে হলে দেখুন ধারাবাহিকের আগামী পর্ব।