নিজস্ব সংবাদদাতা: জি বাংলার ধারাবাহিক 'আনন্দী' শুরুর দিন থেকেই প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছিল। কিন্তু বর্তমানে নিজের জায়গা হারিয়েছে এই ধারাবাহিক। কিন্তু দর্শকের কাছে তাঁদের পছন্দের জুটি ঋত্বিক-অন্বেষা ফের ভালবাসা কুড়োচ্ছেন। 

 


ধারাবাহিকে‌ চিকিৎসকের চরিত্রে ঋত্বিক এবং নার্সের চরিত্রে অন্বেষা। শুধু ভালবেসে রোগই সারায় না সে। ভালবাসা দিয়ে ধীরে ধীরে মনও জয় করে ফেলেছে 'টুকাইবাবু'র। তাদের মাঝে নানা বাধা আসলেও একে অপরের পাশে থেকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে। কিন্তু এবার পরিবারের সম্মান রক্ষা করতে মরিয়া আদি-আনন্দী। 

 

 

মা হওয়ার মিথ্যে নাটক করে আদির দাদাকে ফাঁসাতে চায় রুশা। এই ঘটনা পরিবারের সবাই বুঝতে না পারলেও চোখ এড়ায়নি আনন্দীর। এদিকে বাড়ির বউ হতে চায় রুশা। শুরু হয় তার বিয়ের তোড়জোড়। আনন্দী ছক কষে কীভাবে রুশাকে ফাঁদে ফেলা যায়, যাতে সে নিজের মুখেই সত্যিটা শিকার করে নেয়। তাই গায়ে হলুদের বাটিতে বিছুটি পাতা মিশিয়ে দেয় সে। অজান্তে তা গায়ে লাগিয়ে বিপাকে রুশা। দৌড়ে পালায় বিয়ের মণ্ডপ থেকে। আড়াল থেকে আনন্দীর কাণ্ড দেখে মনে মনে খুশি হয় আদি। এবার কি নিজের মুখে সমস্ত সত্যি শিকার করবে রুশা? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।