নিজস্ব সংবাদদাতা: অল্পদিনেই দর্শকের মন জয় করেছে স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তিরন্দাজ'। গল্পে বাড়ির সবাই জোর করে রাঙার বিয়ে দেওয়ার জন্য। বাধ্য হয়ে দিদিমণি রাঙাকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করে। কিন্তু তিরন্দাজ হয়ে সোনার মেডেলের জায়গায় তার স্বপ্ন ভেঙে বিয়ের মালা গলায় দিতে হবে ভাবলেই চোখে জল চলে আসে রাঙামতির।
এদিকে, বিয়ের পিঁড়িতে বসতেই অঘটন রাঙার জীবনে। বর আসেনি মন্ডপে। বিয়ে ভাঙার জন্য একলব্যর বড় বউদি রাঙামতিকেই দায়ি করে। সবার সামনে অপমান করে চড় মারতে যায়। রাগে, অভিমানে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চায় রাঙা। এরমধ্যেই একলব্যর মা অর্থাৎ দিদিমণি এসে ছেলেকে বলে, রাঙাকে বিয়ে করে তার জীবন বাঁচাতে। মায়ের কথা রাখতে রাঙামতির সঙ্গে গাঁটছড়া বাঁধে একলব্য।
ঘটনাচক্রে একলব্যর সঙ্গে বিয়ে হয়ে যায় রাঙামতির। কিন্তু বিয়ের পরেও সে নিজের লক্ষ্যের দিকে স্থির থাকে। রাতের অন্ধকারে বাড়ির বাইরে চলে তার প্র্যাকটিস। হঠাৎ একলব্য এসে দাঁড়ায় তার সামনে। রাঙামতি তাকে জানায়, সিঁদুর পরিয়ে বিয়ে হয়েছে বলেই সে একলব্যর পদবি গ্রহণ করবে না। বরং নিজেকে সে রাঙামতি তিরন্দাজ বলেই পরিচিত দেবে। তার কথায় সায় দিয়ে পাশে দাঁড়ায় একলব্য। রাঙামতির লড়াইয়ে তবে কি পাশে পাবে সে একলব্যকে? এই উত্তর এখন একটু একটু করে পাচ্ছেন দর্শক।
এর মধ্যেই, ধারাবাহিকের নয়া মোড়ে এসে হাজির নতুন নায়ক। রাঙার শিক্ষক হিসাবে দেখা যাবে ছোটপর্দার এক পরিচিত মুখকে। এই চরিত্রে প্রবেশ করতে চলেছে অভিনেতা শুভঙ্কর সাহা। রাঙা ও একলব্যের মাঝে নতুন কাঁটা হয়ে উঠবে সে? নাকি তার দৌলতেই এক হবে রাঙা-একলব্য? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
