নিজস্ব সংবাদদাতা: অল্পদিনেই দর্শকের মন‌ জয় করেছে স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'।‌ প্রতি সপ্তাহে টিআরপিতে নিজের জায়গা পাকা করে নিয়েছে এই মেগা। 

 


গল্পে ঘটনাচক্রে একলব্যর সঙ্গে বিয়ে হয়ে যায় রাঙামতির। প্রথমে একলব্যর সঙ্গে বনিবনা না থাকলেও রাঙ্গাকে কখনও স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করেনি একলব্য। এদিকে, নামী তিরন্দাজ হওয়ার স্বপ্ন দেখে রাঙ্গা। তাই বিয়ের পরেও সে নিজের লক্ষ্যের দিকে স্থির থাকে। কিন্তু পরিবারের অনেকেই তার ভাল চায় না। তাই নানাভাবে রাঙাকে বিপদের মুখে ফেলতে চায় তারা। 

 

 

গল্পের নতুন মোড়ে দেখা যাবে, জামাইষষ্ঠীতে রাঙার গ্রামে এসেছে একলব্য। গ্রামের সবাই সাধ্যমতো আয়োজন করেছে একলব্য ও রাঙার শ্বশুড় বাড়ির সবার জন্য। আনন্দে মেতে ওঠে সবাই। কিন্তু এর মধ্যেই রাঙার কাছে খবর আসে, গ্রামের মেয়েরা বিপদে। অজানা শত্রু আক্রমণ করেছে গ্রামে। তাই রাতের অন্ধকারে জঙ্গলে ছুটে যায় রাঙা। লক্ষ্য করে তির ছোঁড়ে সে। 

 


কিন্তু সেই তির শত্রুপক্ষকে আঘাত করে না। বরং তির এসে লাগে একলব্যর বাবা অর্থাৎ রাঙামতির শ্বশুরের ঘাড়ে। মাটিতে লুটিয়ে পড়ে সে। বাবার চিৎকার শুনে ছুটে আসে একলব্য। রাঙাও তড়িঘড়ি আসে। কিন্তু নিজের হাতে এই অঘটন ঘটানোর ফলে থমকে যায় রাঙা। কী হবে এবার? একলব্য কি ক্ষমা করতে পারবে রাঙাকে?