নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'কথা' শুরু থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। টিআরপি তালিকায় প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে সেই ছবিও। 'কথা-এভি'র জুটিকে দারুণ ভালবাসা দিয়েছেন অনুরাগীরা। গল্পের নিত্য নতুন মোড়ে আরও কৌতূহল বাড়ছে দর্শকের। 

 

 

সেই সঙ্গে কথা-এভি'র টক-ঝাল-মিষ্টি সম্পর্কের রসায়ন দিনে দিনে আরও পছন্দ করছেন সিরিয়ালপ্রেমীরা। গল্পে একটু একটু করে কাছাকাছি আসছে দু'জন। কথাকে ভালবাসলেও এখনও মুখে প্রকাশ করেনি এভি। সব বিপদের হাত থেকে কথাকে আড়াল করলেও এখনও এভির মুখ থেকে ভালবাসার কথা শুনতে পায়নি কথা। 

 

 

কিন্তু এবার নাকি তাদের ভালবাসা আরও গভীর হতে চলেছে। সঙ্গে দু'জনের মাঝে আসতে চলেছে একরত্তিও। এর মধ্যেই মা হবে কথা? তবে কি  গল্প এগিয়ে যাবে বেশ কিছু বছর? প্রকাশ্যে আসা নতুন প্রোমো দেখে এমন প্রশ্নই ঘুরছে দর্শক মনে। দেখা যাচ্ছে, কল্পতরু উৎসবে এভিকে জোর করে নিয়ে আসে কথা। নিজের মনের ইচ্ছা ভগবানের কাছে জানাতে বলে। কিন্তু রাজি হয় না এভি। এদিকে বাড়ির সবাই তাকে বলে, এবার কথা-এভির ঘরে যেন সন্তান আসে এমনটাই চাইতে ভগবানের কাছে। এই কথা শুনে রেগে আগুন এভি। কিন্তু দু'জনের হয়েই মানত করতে যায় কথা। ভগবানের কাছে কী চায় সে? তার উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।