নিজস্ব সংবাদদাতা: অনিকেতকে ছেড়ে কয়েকদিন আগেই চন্দ্রাশীষের গলায় মালা দিয়েছে শ্যামলী। কিন্তু ভালবেসে বা বাধ্য হয়ে নয়, চন্দ্রাশীষের সমস্ত চক্রান্ত ফাঁস করে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল শ্যামলী। তার মুখোশ খুলতে এবার জোরদার ছক কষে সে।
জোড়া বাড়ির সবাই পাশে দাঁড়ায় শ্যামলীর। অন্যদিকে, তার লড়াইয়ে মনের জোর দিতে আসে 'মিত্তির বাড়ি'র জোনাকি। বলা ভাল, মিত্তির পরিবারের সবাই শ্যামলীর পাশে দাঁড়ায়। দুই পরিবার একজোট হয়ে রুখে তথ্য দাঁড়ায় চন্দ্রাশীষের বিরুদ্ধে।
সম্প্রতি, প্রকাশ্যে আসা প্রোমোয় দেখা যাচ্ছে শ্যামলীকে নিয়ে শহরের বাইরে একটি রিসর্টে বেড়াতে আসে চন্দ্রাশীষ। তার সঙ্গে একান্তে সময় কাটাতে চায়। এদিকে, ওই রিসর্টের মালিকের ছদ্মবেশে সামনে আসে জোনাকি। দুই পরিবারের সকল সদস্যদের দেখা যায় বিভিন্ন ছদ্মবেশে চারপাশ ঘিরে থাকতে।
বোঝাই যায়, এভাবেই ছদ্মবেশে চন্দ্রাশীষের মুখোশ খুলবে শ্যামলী ও জোনাকি। সপ্তাহজুড়ে চলবে এই মহা সঙ্গম পর্ব। চন্দ্রাশীষের পর্দা ফাঁস করতে পারবে কি দুই পরিবার? এবার কি তবে দূরত্ব ভুলে ফের কাছাকাছি আসবে শ্যামলী-অনিকেত?
