নিজস্ব সংবাদদাতা: লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে স্টার জলসায় শুরু হয়েছে 'চিরসখা'। ভালবাসার এক অন্য সমীকরণ ফুটে উঠছে ধারাবাহিকের গল্পে। জীবনকে দ্বিতীয় সুযোগ দেওয়ার কথা বলছে এই মেগা। ভালবাসার সম্পর্ক মানেই যে রগরগে রোম্যান্স নয়, তা আরও একবার প্রমাণ করছে 'চিরসখা'। 

 


গল্পে কমলিনীর সংসারে নানা অশান্তির ছবি ফুটে উঠছে। শত বাধার মাঝেও স্বতন্ত্র রয়েছে তার ছায়াসঙ্গী হয়ে। কিন্তু সমাজের বাঁকা নজর এড়িয়ে কঠিন হয়ে পড়েছে তাদের পথ চলা। পরিবারে নিত্যনতুন অশান্তির মাঝেই বড় দুর্ঘটনা ঘটল।

 


মৃত্যুশয্যায় কমলিনী! সম্প্রতি, মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমোয় ফুটে উঠছে তেমনটাই। দেখা যাচ্ছে, অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে কমলিনী। কোনও খাবারই মুখে তুলতে পারছে না সে। বাড়ির সবাই শত চেষ্টা করেও কিছু খাওয়াতে পারছে না তাকে। 

 


তখন স্বতন্ত্র এসে জানায়, সে চেষ্টা করবে কমলিনীকে সুস্থ করে তোলার। তখন কমলিনীর বড়ছেলে বুবলাই জানায়, বাইরের কোনও লোক তার মাকে খাবার খাওয়াবে না। তাতে যদি সুস্থ না হয় তার মা, তবে না হোক। এই কথা শুনে রেগে আগুন হয়ে যায় স্বতন্ত্র। কী হবে এরপর? স্বতন্ত্র কি পারবে কমলিনীকে সুস্থ করে তুলতে?