নিজস্ব সংবাদদাতা: রান্নার কোন মশলায় মিশে কোন স্বাদের গল্প? মায়ের হাতের রান্নায় লুকিয়ে কোন জাদু? এই সব প্রশ্নের উত্তর এখন মিলছে টেলিভিশনের পর্দায়। নিত্যনতুন স্বাদে দারুণ জমেছে জি বাংলার 'রান্নাঘর'-এর হেঁসেল। নতুনভাবে এই রিয়্যালিটি শোকে সাজিয়ে নিয়েছেন সঞ্চালিকা কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
এর আগে বহুবছর ধরে এই শোয়ের দায়িত্বে ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। তারপর হঠাৎ করেই নতুন সিজন শুরু হয় কনীনিকার হাত ধরে। শুরুতে তাই বিতর্কের মুখেও পড়তে হয় অভিনেত্রীকে। কিন্তু এসবকিছু কোনওদিন বাধা হয়ে দাঁড়ায়নি কনীনিকার পথে। নিজের গুণে দর্শকের মন জয় করেছেন তিনি।
প্রতিদিন নিত্যনতুন স্বাদে জমে ওঠে 'রান্নাঘর'। কখনও এই শোয়ের অতিথি হয়ে আসেন বিখ্যাত রেস্তোরাঁর শেফ, আবার কখনও তারকারা। কিন্তু এবার 'রান্নাঘর'-এ আসছে দারুণ চমক। এবার নাকি হাতা-খুন্তি ধরে রোবট রান্না করবে কনীনিকার সামনে! সম্প্রতি প্রকাশ্যে আসা প্রোমোয় দেখা যাচ্ছে এমনটাই। যেখানে 'রান্নাঘর'-এ বাঙালি নারীর সাজে হাজির হয় এক রোবট। নিজের নাম 'উমা' বলে জানায় সে। তাকে দেখে চোখ ছানাবড়া হয়ে যায় কনীনিকার। সত্যিই কি প্রথমবার রিয়্যালিটি শোয়ের মঞ্চে রান্না করবে রোবট?
