দুই বোনের স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ের গল্প বলছে জি বাংলার ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'। খুব বেশিদিন শুরু হয়নি এই ধারাবাহিক। তবে এর মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে পর্দার দুই বোন নিশা ও উজি। এই দুই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি। 

 


শ্রুতি-আরাত্রিকার অভিনয় বিভিন্ন মেগায় দেখে দর্শক পছন্দ করেছেন। দর্শকের মনে নিজেদের জায়গা গড়ে নিয়েছেন দুই অভিনেত্রী। তবে এই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করে যেন একে অপরকে ছাপিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, এমনটাই দাবি নেটিজেনদের। নেটপাড়ায় চোখ রাখলেই দেখা যায় নিশা ও উজির জন্য দর্শকের ভালবাসা রোজ বাড়ছে। সেই ভালবাসার প্রভাব দেখা যাচ্ছে টিআরপি তালিকাতেও। 

 

 

সদ্য শুরু হলেও প্রতি সপ্তাহে টিআরপিতে ভাল ফল করছে 'জোয়ার ভাঁটা'। গল্পের মোড়ে এখন বদলে গিয়েছে নিশা ও উজির জীবন। ভাগ্যের পরিহাসে নিশার বিয়ের দিনই মারা যায় তাদের বাবা। ব্যবসায়ী ঋষি ব্যানার্জির পরিবারের উপর বাবার মৃত্যুর সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে নিশার। বোন উজিকে সঙ্গে নিয়ে কলকাতায় আসে সে। ঋষি ও তার পরিবারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দিনের পর দিন ধরে নানা ছক কষতে থাকে নিশা। বোন উজি ও বন্ধু ভানুকে সঙ্গে নিয়ে ঋষির পরিবারের সঙ্গে জুরে যায় সে। পরিচয় গোপন করে ঋষির সঙ্গে উজির বিয়ে দেয় নিশা। কিন্তু আড়ালে দুই বোন ঋষির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। 

 

 

বারবার ধরা পড়তে গিয়েও বেঁচে যায় উজি-নিশা। তবে এবার ঋষির চোখে ফাঁকি দিতে পারেনি দুই বোন। সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, নিশা ও উজি তাদের দাদার মৃত্যু বার্ষিকীর কাজ করছে। উজির মুখে শোনা যায়, পাঁচ বছর হয়ে গেলেও তারা দাদার খুনের তদন্ত করতে পারেনি‌। কিন্তু বাবার খুনিকে তারা শাস্তি দেবেই। এর মধ্যেই গাড়ি নিয়ে সেই রাস্তা দিয়েই যায় ঋষি ব্যানার্জি। উজিকে দেখে চিনে ফেলে সে। কৌতূহল বশত পিছন থেকে নাম ধরেও ডাকে। এবার কী করবে উজি-নিশা? নিজেদের বাঁচাতে ফের কোন মিথ্যের আশ্রয় নেবে তারা? নাকি এবার সত্যিই ঋষির সামনে ফাঁস হয়ে যাবে তাদের আসল পরিচয়? প্রোমো দেখে এখন দর্শকের এসব প্রশ্ন উঠে আসছে সমাজমাধ্যমে। তবে উত্তরের জন্য আগামী পর্বের অপেক্ষা।