স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। এই গল্পটি নারীকেন্দ্রিক। স্বস্তিকাকে দর্শক দেখছেন একেবারে কড়া শিক্ষিকার ভূমিকায়। যাঁকে দেখে শ্রদ্ধার পাশাপাশি ভয়ও হয়। অশিক্ষা এবং অসভ্যতা কোনওটাই যিনি মেনে নিতে পারেন না। তাই কড়া হাতে দুষ্টের দমনে পিছপা হন না বিদ্যা ব্যানার্জি। তবে তার এই প্রতিবাদী মনোভাব মোটেই পছন্দ নয় কলেজের ট্রাস্টি বোর্ডের। তাই মাঝেমধ্যেই বিপাকে পড়তে হয় বিদ্যাকে। এবারও ঠিক তাই হল।
কলেজের ভিতরেই আতঙ্কে বিদ্যা! তার দিকে বন্দুক তাক করে একজন। যদিও গান পয়েন্টে থেকেও একটুও ভয় পায় না বিদ্যা। বরং ওই ব্যক্তির চোখে চোখ রেখে তাকায় বিদ্যা। এদিন রাজরীতও ছিল কলেজে। তাই এই ঘটনা দেখে আঁতকে ওঠে সে। আসলে অনেকদিন আগেই বিদ্যাকে মন দিয়েছে রাজরীত। যদিও বিদ্যার প্রেমে সে হাবুডুবু খেলেও বিদ্যা কিন্তু এসব থেকে দূরেই থাকে।
এদিকে, এই পুরো ঘটনাটি ঘরে বসে পিকু ও লাট্টুর সঙ্গে মোবাইলে দেখে তটিনী। তটিনীর মনে মনে বিদ্যার জন্য চিন্তাও করতে থাকে। কিন্তু তটিনীর ফোনে কী করে এল বিদ্যার এই ভিডিও? এই প্রশ্ন ওঠার আগেই এল বিরাট চমক।
সান্তা ক্লজ সেজে বিদ্যাকে বাঁচাতে কলেজে আসে একজন। কে সে? চিন্তার ভাঁজ পড়ে তটিনীর কপালে। এদিকে সদ্য প্রকাশ্যে আসা নতুন প্রোমোয় দেখা যাচ্ছে সান্তা ক্লজ সেজে হাজির হয়েছে পরশুরাম। পরশুরামকে এক ঝলক দেখে সত্যিই চেনা দায়। পরশুরাম কি পারবে বিপদের মুখ থেকে বিদ্যা ব্যানার্জিকে উদ্ধার করতে?
ফের এক হচ্ছে স্টার জলসার দুই ধারাবাহিক। এবার অন্যায়ের বিরুদ্ধে একসঙ্গে লড়বে পরশুরাম ও বিদ্যা। বড়দিনের আগেই ২২ ডিসেম্বর টানা একঘণ্টার মহাপর্বে দেখা যাবে দুই মেগাকে এক হতে।
প্রসঙ্গত, দুটি ধারাবাহিকের প্রযোজনায় রয়েছে ব্লুজ প্রযোজনা সংস্থা। স্নেহাশীষ চক্রবর্তীর প্রযোজনায় এই দুই ধারাবাহিকই এখন টিআরপি তালিকায় বাজিমাত করছে। শুরু থেকেই সেরার তালিকায় নিজের জায়গা ধরে রাখছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। অন্যদিকে, ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহার জুটিকেও দর্শক দারুণ পছন্দ করছেন। গল্পে পরশুরামের পরিচয় দর্শক আগেই পেয়েছেন। সিক্রেট এজেন্ট হিসেবে দেশের হয়ে কাজ করে সে। অন্যদিকে, তটিনীর হাবভাবও সন্দেহ তৈরি করছে দর্শকের মনে। তার আসল পরিচয় কী? দর্শকের সঙ্গে পরশুরামও এখন এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। এবার দুই ধারাবাহিকের মিশেলে কি উদ্ধার হবে নতুন কোনও সত্যি? এখন সেটাই দেখার।
