সংবাদ সংস্থা মুম্বই: এক চাঞ্চল্যকর ঘটনায় হতবাক বলিউড। অভিযোগ, জনপ্রিয় অভিনেতা আদিত্য রায় কাপুরের মুম্বইয়ের বাড়িতে ৪৭ বছর বয়সী এক নারী মিথ্যা দাবি তুলে জোর করে ঢুকে পড়েন এবং তারপর চাপ দিয়েই থাকতে চান তাঁর সঙ্গে!
ঘটনা সোমবার বিকেলের। তখন আদিত্য ছিলেন শুটিংয়ে। সেই সুযোগে গাজালা ঝাকারিয়া সিদ্দিকি নামের ওই মহিলা ঢুকে পড়েন তাঁর পশ্চিম বান্দ্রা রিজভি কমপ্লেক্স-এ থাকা ফ্ল্যাটে। আদিত্যর বাড়ির গৃহকর্মী সঙ্গীতা পাওয়ার প্রথমে সন্দেহ করেননি— কারণ ওই মহিলা নাকি বলেন, “আমি আদিত্যর জন্য জামাকাপড় আর উপহার এনেছি।” কিন্তু আসল নাটক তখনও বাকি ছিল! শুটিং শেষে বাড়ি ফিরে সঙ্গীতার মুখে গোটা ব্যাপারটা শুনেই হতবাক আদিত্য। মহিলা তখনও বাড়িতে। আর তাঁকে দেখেই আদিত্য বলেন, “আমি তো একে চিনিই না!”
মহিলা তখনই অভিনেতার দিকে এগিয়ে আসেন। ভয় পেয়ে আদিত্য দ্রুত বাড়ি ছেড়ে চলে যান এবং বিষয়টি জানান হাউজিং সোসাইটির ম্যানেজার জয়শ্রী ডুঙ্কডু-কে। তাঁর মাধ্যমে খবর যায় আদিত্যর ম্যানেজার শ্রুতি রাও-র কাছে, যিনি সঙ্গে সঙ্গেই খার থানার সঙ্গে যোগাযোগ করেন।
খার থানার পুলিশ দ্রুত হাজির হয় আদিত্যর বাড়িতে। তারা গাজালাকে জিজ্ঞাসাবাদ শুরু করে— “কেন এসেছেন?”, “কোথা থেকে এসেছেন?”, “কী উদ্দেশ্যে?”— কিন্তু ওই মহিলা কোনও প্রশ্নেরই সোজা উত্তর দেননি। পরে সঙ্গীতা পাওয়ার-এর অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৩১(২) অনুযায়ী অবৈধ অনুপ্রবেশের মামলা রুজু করে। পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, গাজালা ইচ্ছাকৃতভাবে আদিত্যর বাড়িতে ঢুকেছেন এবং তাঁর উদ্দেশ্য অপরাধমূলকও হতে পারে। আপাতত তদন্ত চলছে। জানা গেছে, ওই মহিলা দুবাইয়ের বাসিন্দা।
সবকিছুর মাঝে, আদিত্য এখন প্রস্তুত নতুন ছবি ‘মেট্রো…ইন দিনো’-র জন্য। অনুরাগ বসু পরিচালিত এবং ভূষণ কুমার প্রযোজিত এই ছবিতে রয়েছে একঝাঁক তারকা— অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেনশর্মা, সারা আলি খান, ফাতিমা সানা শেখ, আলি ফজল, নীনা গুপ্তা ও শাশ্বত চট্টোপাধ্যায়। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই।
