সংবাদসংস্থা মুম্বই: ফের আতঙ্ক ছড়াল টিনসেল টাউনে। মুম্বইয়ের অভিজাত পালি হিল এলাকায় অবস্থিত সান্ধু প্যালেস বিল্ডিং-এ চাঞ্চল্যকর ঘটনা। গভীর রাতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই বহুতলে অনুপ্রবেশ করে বলে অভিযোগ। এই বিল্ডিং-এই বসবাস করেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন, অভিনেতা জাভেদ জাফরি ও ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল।

 


সূত্রের খবর, রাত প্রায় ১টা নাগাদ ওই ব্যক্তি লিফটে ঢুকে প্রথমে কয়েকটি বড় পাথর ভিতরে রেখে দেয়। এরপরই সিসিটিভি ক্যামেরার দিকে অশালীন অঙ্গভঙ্গি করতে শুরু করে সে। এমনকী, লিফটের মধ্যে দাঁড়িয়ে থেকেই নানা রকম অদ্ভুত আচরণ করতে দেখা যায় অভিযুক্তকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই সমস্ত দৃশ্য।

 

বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীরা প্রথমে বিষয়টি টের পান এবং তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। পরে খার থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে। জানা গিয়েছে, ওই ব্যক্তির মানসিক অবস্থা স্থির নয়। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর খার থানায় একটি এফআইআর দায়ের হয়েছে।

 

বর্তমানে এই আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এই ঘটনার পর। বাসিন্দাদের অভিযোগ, বহুতলটি অত্যন্ত সুরক্ষিত হলেও কীভাবে একজন বহিরাগত এমন অনায়াসে ভিতরে প্রবেশ করল? সেটাই ভাবাচ্ছে। 

 


এর আগে ২৬ মে অভিনেতা আদিত্য রায় কাপুরের বাড়িতেও এক মহিলা অনুপ্রবেশ করেছিলেন। আদিত্যর বাড়িতে ঢুকে পড়া ওই মহিলাকে ৪৭ বছর বয়সি গজালা সিদ্দিক বলে শনাক্ত করা গিয়েছে। নিজেকে দুবাইয়ের বাসিন্দা বলে দাবি করেন তিনি। জানা গিয়েছে, সোমবার সন্ধেয় আদিত্যর বাড়িতে পৌঁছন ওই মহিলা। সেই সময় বাড়িতে ছিলেন না অভিনেতা। গৃহ সহায়িকাকে গজালা জানান, আদিত্যর জন্য উপহার এনেছেন তিনি। তাতেই মহিলাকে ঢুকতে অনুমতি দেওয়া হয় বলে জানা গিয়েছে। পরে বাড়ি ফিরে গোটা ঘটনা শোনেন আদিত্য। ওই মহিলা অপেক্ষা করছেন বলেও জানতে পারেন। আদিত্যকে দেখে কার্যত ছুটে যান ওই মহিলা। কোনও রকমে সেখান থেকে বেরিয়ে যান আদিত্য। সঙ্গে সঙ্গেই সোসাইটির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এর পর খবর যায় খার থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গজালাকে আটক করা হয়েছে বলে খবর। তাঁর বিরুদ্ধে অনধিকার প্রবেশ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

 

আরও পড়ুন: হৃতিকের ব্রেক, সঙ্গে তৃপ্তির সরু কোমরের ঝটকা দেখে পাগলপারানেটপাড়া! কবে আসছে এই জুটির নতুন ছবি?


বছরের শুরুতেই স ইফ আলি খানের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল বি-টাউনে।‌ তবে কিছুদিন আগেই জানা গিয়েছে শুধু সইফের উপর হামলা নয়, করিনাকেও মারার চেষ্টা করা হয়েছিল! অভিনেতা রণিত রায় এই বিষয়েই চাঞ্চল্যকর এক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, সইফের উপর হামলার পর, করিনা কাপুরের গাড়িতেও হামলা করা হয়েছিল। 

 

অন্যদিকে, লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তোপের মুখে থাকেন সলমন খান। একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিরাপত্তা বেড়েছে 'ভাইজান'-এর। তারকাদের উপর এভাবে একের পর এক হামলার ঘটনা চলছেই। তাই শহরে সেলিব্রিটিদের বাসস্থানে নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্তাধীন। অভিযুক্ত কেন এমন কাজ করল, তার উদ্দেশ্য কী ছিল, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।