সংবাদ সংস্থা মুম্বই: বিতর্ক যেন আজকাল পিছুই ছাড়ছে না উদিত নারায়ণের। গানের শো করতে গিয়ে এক তরুণীর ঠোঁটে ঠোঁট রেখে বিতর্কে জড়িয়েছিলেন উদিত নারায়ণ। চুমু-কাণ্ডে তীব্র সমালোচনার মুখে পড়েন গায়ক। সেই বিতর্ক এখনও পিছু ছাড়েনি তাঁর। এর মাঝেই আবার 'চুমু' নিয়ে বিড়ম্বনায় তিনি। 

 

সম্প্রতি, ‘পিন্টু কী পাপ্পি’ নামের একটি ছবির  ঝলক মুক্তির অনুষ্ঠানে অন্যতম প্রধান অতিথি হিসাবে হাজির হয়েছিলেন উদিত। ছবির অভিনেতা তথা বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক গণেশ আচার্য তখন উদিতের পাশে দাঁড়িয়ে মঞ্চে। সেখানেই তিনি দর্শকের উদ্দেশ্যে এক গাল হেসে, মজার সুরে বলে ওঠেন, “ছবির নামটা কিন্তু খুব সুন্দর -পিন্টু কী পাপ্পি। যাক, উদিতের পাপ্পি নয় তো?” গায়কের মুখে এ কথা শুনে ততক্ষণে হাসির রোল উঠেছে দর্শকের মধ্যে। খানিক থেমে উদিত ফের শুরু করেন, “কী কাকতালীয় ব্যাপার দেখুন। এই নামের ছবির ঝলক এই আবহেই মুক্তি পেতে হল।” এরপর নিজের সেই চুমু বিতর্কের কথা তুলে উদিত জানান, ওই আইরাল হওয়া ভিডিও আদতে বছর দুয়েক আগের। তাও অস্ট্রেলিয়ার এক শো-এর। 

 

প্রসঙ্গত, ভাইরাল হওয়া উদিতের সেই চুমু-কান্ডের ভিডিওতে দেখা গিয়েছিল, জোরকদমে অনুষ্ঠান করছিলেন তিনি। মঞ্চ থেকে গাইছিলেন ‘টিপ টিপ বরসা পানি’। এমন সময় তাঁর সঙ্গে নিজস্বী তোলার আবদার নিয়ে হাজির হন এক তরুণী। দেখে এগিয়ে আসেন গায়ক। নিজস্বী তোলাকালীন হঠাৎ উদিতের গালে চুমু খেয়ে বসেন ওই তরুণী। সঙ্গে সঙ্গে পাল্টা ওই তরুণীর ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরেন উদিত নারায়ণ। ততক্ষণে হইহই দর্শকাসনে, হতচকিত হয়ে যান ওই মহিলা অনুরাগী। এরপর সেখান থেকে তিনি দ্রুত সরে আসেন। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। তীব্র কটাক্ষ, সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে গায়কের এই কীর্তি দেখে। এই বিতর্ক মিটতে না মিটতেই ফের ভাইরাল অন্য এক তরুণী অনুরাগিণীর ঠোঁটে ঠোঁট লাগিয়ে উদিতের গভীর চুমু!