সংবাদ সংস্থা মুম্বই: ‘স্যাম বাহাদুর’-এর পর ফের বড়পর্দায় গল্প বলতে ফিরছেন মেঘনা গুলজার। এবার গল্প আরও ধারালো, আরও গভীর—নাম ‘দায়রা’। মুখ্যভূমিকায় থাকছেন করিনা কাপুর খান এবং দক্ষিণী তারকা-অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন।
এই ক্রাইম-ড্রামা থ্রিলারটি সামাজিক বাস্তবতা, অপরাধ, এবং ন্যায়বিচারের ধূসর অঞ্চলে ঘোরাফেরা করার পাশাপাশি আলো-ও ফেলবে। নিজের ২৫ বছরের বলিউড সফরপথে দাঁড়িয়ে এমন একটি ভাবনাচিন্তায় ভরপুর ছবির অংশ হয়ে রোমাঞ্চিত করিনা। অভিনেত্রীর কথায়,“ কেরিয়ারের ২৫ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে মেঘনা গুলজারের সঙ্গে কাজ করার সুযোগ স্বপ্নপূরণের মতো। পৃথ্বীরাজের মতো গুণী অভিনেতার সঙ্গে কাজ করাও বিশেষ এক অভিজ্ঞতা হতে চলেছে। ‘দায়রা’ এমন এক ছবি, যা দর্শককে ভাবাবে, চ্যালেঞ্জ জানাবে।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)
পৃথ্বীরাজ, যিনি সদ্য ‘এল ২: এমপূরণ’-এর মাধ্যমে মালয়ালম ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছেন, এবার ফের ফিরছেন হিন্দি ছবিতে। তিনি বললেন, “গল্পটা শুনেই বুঝেছিলাম, এটা আমাকে করতেই হবে। আমার চরিত্রটির অনেকগুলো স্তর রয়েছে এবং দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করবেই। মেঘনা গুলজারের সঙ্গে কাজ করা, করিনার সঙ্গে অভিনয় করা—এটা আমার কাছে নিঃসন্দেহে বড় সুযোগ।”
পরিচালক মেঘনা গুলজার বললেন, “ ‘দায়রা’ আমাদের সমাজ ও তার কাঠামো নিয়ে প্রশ্ন তোলে। সাদা-কালোর মাঝখানে লুকিয়ে থাকা ধূসর দিকগুলি নিয়ে কাজ করা ছিল একইসঙ্গে চ্যালেঞ্জিং এবং মজাদার। করিনা ও পৃথ্বীরাজ এই চরিত্রগুলোকে জীবন্ত করে তুলবেন বলেই বিশ্বাস।”
ছবির প্রযোজক সংস্থা জংলি পিকচার্স-এর কর্ণধার অমৃতা পাণ্ডের কথায়, “মেঘনার পরিচালনায় দায়রা তৈরি হচ্ছে—এটা আমাদের জন্য গর্বের বিষয়। এমন গল্প বলার জন্য করিনা ও পৃথ্বীরাজ আদর্শ জুটি। ছবির চিত্রনাট্য এতটাই হৃদয়মথিত যে দর্শকদের মনে তা গভীর প্রভাব ফেলবে বলেই আমাদের বিশ্বাস।”
‘দায়রা’ ছবির সহ-চিত্রনাট্যকার মেঘনা গুলজার নিজে, যশ ও সীমা। ‘স্যাম বাহাদুর’-এর পর এটাই মেঘনার পরবর্তী পরিচালনা। ছবিটি অপরাধ, সমাজ, এবং ন্যায়বিচারের বদলে যাওয়া সংজ্ঞা নিয়ে গভীরভাবে প্রশ্ন তোলে।