সংবাদ সংস্থা মুম্বই: ‘স্যাম বাহাদুর’-এর পর ফের বড়পর্দায় গল্প বলতে ফিরছেন মেঘনা গুলজার। এবার গল্প আরও ধারালো, আরও গভীর—নাম ‘দায়রা’। মুখ্যভূমিকায় থাকছেন করিনা কাপুর খান এবং দক্ষিণী তারকা-অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন।

 

এই ক্রাইম-ড্রামা থ্রিলারটি সামাজিক বাস্তবতা, অপরাধ, এবং ন্যায়বিচারের ধূসর অঞ্চলে ঘোরাফেরা করার পাশাপাশি আলো-ও ফেলবে। নিজের ২৫ বছরের বলিউড সফরপথে দাঁড়িয়ে এমন একটি ভাবনাচিন্তায় ভরপুর ছবির অংশ হয়ে রোমাঞ্চিত করিনা। অভিনেত্রীর কথায়,“ কেরিয়ারের ২৫ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে মেঘনা গুলজারের সঙ্গে কাজ করার সুযোগ স্বপ্নপূরণের মতো। পৃথ্বীরাজের মতো গুণী অভিনেতার সঙ্গে কাজ করাও বিশেষ এক অভিজ্ঞতা হতে চলেছে। ‘দায়রা’ এমন এক ছবি, যা দর্শককে ভাবাবে, চ্যালেঞ্জ জানাবে।”

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)