সংবাদ সংস্থা মুম্বই: ভিন্ধর্মে বিয়ের জন্য সমাজমাধ্যমে প্রায়শই কটাক্ষ, তির্যক মন্তব্যের সম্মুখীন হতে হয় সোনাক্ষী সিনহা ও তাঁর স্বামী জাহির ইকবালকে। ভিন্ধর্মে বিয়ের জন্য নাকি পরিবারেও সমস্যায় পড়তে হয়েছিল সোনাক্ষীকে। সাধারণত এই বিষয়ে তাঁর উদ্দেশ্যে কটাক্ষপূর্ণ মন্তব্য এড়িয়ে যান সোনাক্ষী। তবে এবার একেবারে অন্য মেজাজে ধরা দিলেন সোনাক্ষী!
গত বছর জুনে বহু জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে সেরেছিলেন সোনাক্ষী-জাহির। এরপর তাঁদের বিয়ের ছবি শেয়ার করেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ৭ বছরের প্রেমের সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন দু’জনে, অবশেষে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের অধীনে, ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে সিভিল ম্যারেজ সারেন যুগলে। ছবি পোস্ট হতেই খুশিতে আত্মহারা হন অনুরাগীরা। তবে, ট্রোলের হাত থেকে রেহাই মেলেনি। আর তাই সেই সময় নিজেদের বিয়ের ছবির কমেন্ট সেকশনই বন্ধ করে দিয়েছিলেন সোনাক্ষী ও জাহির।
এদিন একটি ভক্ত-নির্মিত সোনাক্ষী-জাহিরের রিল ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। সোনাক্ষী-জাহিরের একাধিক মনছোঁয়া মুহূর্তের এই রিলটির ক্যাপশন ছিল রোম্যান্টিক - “আপনার প্রেমিক যদি আপনাকে এতটা ভালবাসে না, তাহলে বিয়ে করবেন না।” ভিডিওটিতে স্নেহ, প্রেম আর সম্পর্কের মিষ্টি মুহূর্তে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। ঠিক তখনই, এক নোংরা মন্তব্য ভাইরাল হয়ে যায়। সেখানে এক নেটিজেন লেখেন, ““খুব শীঘ্রই আপনাদের বিবাহবিচ্ছেদ হবে। সময় হয়ে এল।"
এমন মন্তব্যে সাধারণত অনেকেই চুপ করে থাকেন। কারণ অধিকাংশ তারকার মতে, ট্রোলকে এড়িয়ে যাওয়াই শ্রেয়। কিন্তু সোনাক্ষী তো সোনাক্ষীই— চুপ থাকার পাত্রী নন তিনি। পালটা জবাবে তিনি লেখেন, “ আগে তোর মা-বাপ বিবাহবিচ্ছেদ করুক, তারপর আমরা করব... কথা দিলাম”। অভিনেত্রীরএই সোজাসাপটা অথচ ধারালো উত্তর এখন ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়।
এই জবাবের পরই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। শেষবার পর্দায় জাহিরকে দেখা গিয়েছে ২০২৪ সালের ‘রুসলান’ ছবিতে। আর সোনাক্ষী খুব শিগগিরই পর্দায় ফিরছেন সঞ্জয় লীলা বনশালি পরিচালিত সিরিজ ‘হীরামান্ডি ২’-তে।
