নিজস্ব সংবাদদাতা: আবারও নতুন রহস্য সমাধানে আসছে 'ইন্সপেক্টর নলিনীকান্ত'। এবার রহস্যের জাল হতে চলেছে আরও জটিল। 

গল্পে কলকাতা এক ফার্ম হাউসের জমি থেকে উদ্ধার হয় দুটি কঙ্কাল। ফার্ম হাউসের মালিক তথা পাহাড়ের ধনী ব্যবসায়ী, সমাজসেবী এবং বিধানসভার ভোটে টিকিট পেতে চলা 'সুপ্রিয় মুখোপাধ্যায়'কে জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব নিয়ে 'নলিনীকান্ত', স্ত্রী 'পরমা'কে নিয়েই হাজির হয় পাহাড়ে। এদিকে 'নলিনীকান্ত' সেখানে পৌঁছনোর দিনই সন্ধেবেলা ধারালো কোনও অস্ত্রের আঘাতে নিজের বাড়িতে খুন হয় 'সুপ্রিয় মুখোপাধ্যায়'। খুনের তদন্তের ভার নিয়ে নলিনীকান্ত জড়িয়ে পড়ে একের পর এক রহস্যে। আলো আঁধারীর ধোঁয়াশা কাটিয়ে 'নলিনীকান্ত' কি পারবে রহস্য উন্মোচন করতে? সেই গল্পই বলবে সৌমিক চট্টোপাধ্যায় পরিচালিত 'ক্লিক'-এর নতুন সিরিজ 'ইন্সপেক্টর নলিনীকান্ত ২'। 

সম্প্রতি সামনে এল সিরিজের ট্রেলার। এক হাতে মাংস আর অন্য হাতে কেস ফাইল নিয়ে আরও একবার ধরা দিলেন রসিক গোয়েন্দা 'নলিনীকান্ত'। রহস্যের জাল ভেদ করতে সাহায্য নেন নিজের উপস্থিত বুদ্ধির। কিন্তু এইবার গল্পের বাঁধন আরও মজবুত। পাহাড়ি পথের আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে রহস্যের জাল। রজতাভ দত্তকে প্রথমবার দেখা গেল ভরপুর অ্যাকশন অবতারে। ট্রেলারে নজর কাড়লেন ছন্দক চৌধুরী, অমৃতা চট্টোপাধ্যায়। 

ইতিমধ্যেই বাজারে এসেছে 'নলিনীকান্ত' স্পেশ্যাল মিষ্টি এবং রয়েছে বিরিয়ানিও। ভোজন রসিক এই গোয়েন্দা ট্রেলারে ক্লু ছেড়ে গেলেন, 'তুলতুলে মাংস'র নতুন রহস্য উন্মোচনে কতটা বুদ্ধির খেলায় মাতেন 'নলিনীকান্ত' এখন সেটাই দেখার। আগস্টের শেষেই মুক্তি পাচ্ছে 'ইন্সপেক্টর নলিনীকান্ত ২'।