নিজস্ব সংবাদদাতা: ঘোষণার পর থেকেই 'মৃগয়া' নিয়ে আগ্রহ বাড়ছিল দর্শকমহলে। একে মার্ডার মিস্ট্রি তার উপর কপ-অ্যাকশন থ্রিলার। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায় এবং রিজওয়ান রব্বানি শেখ। এছাড়াও ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস-কে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিরূপ ঘোষ।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার এবং নবাগতা অনন্যা ভট্টাচার্য। রহস্যে মোড়া গল্পের সূত্রধর হিসাবে থাকবে একটি আইটেম গান। ছবির ক্লাইম্যাক্স দৃশ্যে থাকবে সেই গানটি। এই গানের তালে পা মেলাতে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। ছবির গান এবং চরিত্রদের প্রথম ঝলক আগেই সামনে এসেছিল। শনিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
ধুন্ধুমার অ্যাকশনে বাজিমাত করলেন বাংলার ছবির নতুন পুলিশের দল। টিমের চার সদস্য, ভিন্ন চরিত্রের। তাই অ্যাকশনের মাঝে চটকদার কথাও নজর কাড়ল ট্রেলারে। সেই সঙ্গে সৌরভ দাসের ভয়াবহ লুক, আর তাঁর নৃশংস কার্যকলাপ রীতিমতো ভয় ধরাবে! বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে অনন্যার জুটি বেশ মানিয়েছে পর্দায়। ট্রেলার জুড়ে রয়েছে আরও টুইস্ট।
হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট বেরনোর কথা মনে পড়ল এদিন পরিচালক অভিরূপ ঘোষের। তাঁর কথায়, "আমরা ঠিক যেভাবে ভেবেছিলাম, ছবিটা সেভাবেই দর্শকের সামনে হাজির করতে পারছি। প্রতিটা চরিত্রের জন্য আগে থেকেই অভিনেতাদের ভাবা ছিল ভাগ্য জোরে তাঁদেরকে নিয়েই ছবিটা করতে পেরেছি।"
ঋত্বিক চক্রবর্তীর কথায়, "থ্রিলার তো বরাবরই প্রিয়। এখানে একটু বেশিই অ্যাকশন করতে হয়েছে। এই ধরনের ছবিগুলো দর্শকের ভাল লাগে, সেই বিচারেই মনে হচ্ছে ছবিটা মর্যাদা পাবে।" অনির্বাণ চক্রবর্তী বলেন, "আবারও রহস্যে জড়িয়ে পড়লাম। রহস্য আমার পিছু ছাড়ে না, আমিও তাই আঁকড়ে ধরি। এখানে শুধু অ্যাকশন নয়, পুলিশদের দেদার ঝগড়া করতেও দেখা যাবে।" বিক্রম চট্টোপাধ্যায়ের কথায়, "সৌরভ আমার খুব ভাল বন্ধু। ওর সঙ্গে কাজ করতে বুঝলাম, খুব বড় মাপের অভিনেতা সৌরভ। আমাদের দু'জনের অনেক অ্যাকশন সিক্যুয়েন্স আছে। আগে এই ধরনের কাজ করিনি।"
সৌরভ দাস বলেন, "ভিলেন হতে কার না ভাল লাগে? ভিলেন হলে তবেই না মজা। কিন্তু এই চরিত্রের লুকটা সত্যিই ভয়াবহ। একদম সত্য ঘটনা অবলম্বনে তৈরি তো, তাই মাটির স্বাদ আছে গল্পে।" প্রিয়াঙ্কা সরকারের কথায়, "লজ্জা ২-এর পর এই কাজটা যখন করি, নিজেকে অনেক ভাঙতে হয়েছে। এমন গল্প ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে যার এক সময় অস্তিত্ব ছিল। তাই কাজটা কঠিন বলব না, খুব ভাল লেগেছে অংশ হতে পেরে।"
এই প্রথম আইটেম নাচে সুস্মিতা চট্টোপাধ্যায়। তাঁর কথায়, "আমার কাছে একদম নতুন। গল্পের ক্লাইম্যাক্সেই এই গান। যখন এই প্রস্তাবটা এলো আমার কাছে, সঙ্গে সঙ্গে রাজি হয়েছি। কারণ, বিভিন্ন অবতারে নিজেকে দেখতে চাই এখন।" নবাগতা অনন্যা ভট্টাচার্যর কথায়, "এটা তো প্রথম কাজ আমার। সুযোগটা আসে যখন, তখন শুরুতেই একটু ঘাবড়ে যাই। সুদীপ্তা চক্রবর্তীর কাছে ক্লাস করি কিছুদিন। সুদীপ্তাদি বোঝান, চরিত্রটির আসল নির্যাস আমার মধ্যেই ফুটিয়ে তুলতে হবে। খুব মন দিয়ে কাজটা করেছি। আশা করি দর্শকের ভাল লাগবে।"
