নিজস্ব সংবাদদাতা: বাংলার থিয়েটারের ইতিহাসের পাতা থেকে পর্দায় 'বিনোদিনী'কে আনছেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। আগামী ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান'।
এই ছবিতে ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের 'প্রাণ' বিনোদিনী দাসীর জীবনকাহিনি ফুটে উঠেছে। যে বারবণিতা পুরুষতান্ত্রিক সমাজের চোখরাঙানিকে উপেক্ষা করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছিলেন আপামর বঙ্গনারীকে।
ট্রেলারের শুরুতেই বিনোদিনীর মা-কে বলতে শোনা যায়, মেয়ে জানিয়েছে সে বারবণিতা হবে না। শুরুতেই বিনোদিনী গিরিশ ঘোষের কাছে হয়ে যান বিনি। তাঁকে অভিনয় জগতে নিয়ে আসেন 'মাস্টারমশাই' গিরিশ ঘোষ। বিনোদিনী শুরুতেই বুঝে গিয়েছিলেন, 'দর্শককে যদি ভাবে বিভোর না করা যায়, তাহলে যতই ভাল অভিনয় করি না কেন, তাদের ধরে রাখা যায় না, এত মায়ার খেলা'।
ট্রেলারে নজরকাড়া রুক্মিণী। অভিনেত্রী স্বত্বাকে নতুনভাবে তুলে ধরলেন তিনি। নারী মনের গহন কোণের হদিশ দেবে এই ছবি, ফুটে উঠবে সমাজের চোখে অবহেলিত নারীর একা লড়াইয়ের গল্প। তা স্পষ্ট ট্রেলারেই।
প্রসঙ্গত, ছবিতে 'গিরিশ ঘোষ'-এর চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, অভিনেতা রাহুল বসুকে দেখা যাবে 'রঙ্গ বাবু'র চরিত্রে। ব্যবসায়ী 'গুর্মুখ রায়'-এর চরিত্রে রয়েছেন মীর ও 'কুমার বাহাদুর'-এর চরিত্রে রয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ ওম সাহানি, ছবিতে 'রামকৃষ্ণ পরমহংস'র চরিত্রে দেখা যাবে অভিনেতা চন্দন রায় সান্যালকে।
