‘অভদ্র’ রেখা

দীর্ঘদিন পর্দার বাইরে থাকলেও রেখার উপস্থিতি আজও নজর কাড়ে। অনুষ্ঠানে হোক কিংবা জনসমক্ষে, কিংবদন্তি অভিনেত্রীকে দেখলেই ক্যামেরা ঘুরে যায় তাঁর দিকে। সম্প্রতি, মুম্বই বিমানবন্দরে এমনই এক উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিমানবন্দরে এক ভক্তের সঙ্গে রেখার আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

ঘটনাটি ঘটেছে সম্প্রতি। রেখাকে দেখা গিয়েছিল বেইজ টপ, কালো লম্বা ওভারকোট ও ঢিলেঢালা প্যান্টে। চশমা, এলোমেলো খোঁপা আর কপালে সিঁদুর, পরিচিত স্টাইলে ক্যামেরার সামনে হাসিমুখে পাপারাৎজিদের দিকে হাত নাড়তেও দেখা যায় তাঁকে। প্রথম মুহূর্তে সবই ছিল স্বাভাবিক।তবে সমস্যা শুরু হয় যখন টার্মিনালের দিকে যাওয়ার সময় এক অনুরাগী আচমকাই অভিনেত্রীর খুব কাছে চলে এসে মোবাইল বের করে অভিনেত্রীর সঙ্গে নিজস্বী তুলতে যান। ভিডিওতে দেখা যায়, রেখা তখন থেমে না থেকে ভক্তকে দূরে ঠেলে দেন। একই সময়ে তাঁর ম্যানেজার ফারজানাকেও ওই ভক্তকে সরিয়ে দিতে দেখা গিয়েছে।

এই দৃশ্য সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রতিক্রিয়া। অনেকেই রেখার আচরণকে ‘অভদ্র’ বলে মন্তব্য করেন। কেউ কেউ প্রশ্ন তোলেন, কয়েক সেকেন্ড সময় দেওয়া এত কঠিন ছিল কি না। আবার একাংশ নেটিজেন রেখাকে জয়া বচ্চনের সঙ্গে তুলনা করে ব্যঙ্গ করতেও ছাড়েননি।তবে পাল্টা মতও রয়েছে। অনেকেই মনে করছেন, জনসমক্ষে তারকা হলেও ব্যক্তিগত পরিসরের সীমা মানা জরুরি। বিশেষ করে এয়ারপোর্টের মতো নিরাপত্তা সংবেদনশীল জায়গায় হঠাৎ কাছাকাছি চলে আসা যে কারও জন্যই অস্বস্তিকর হতে পারে।


১০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর’

মুক্তির আগেই প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। মুক্তির পর সেই প্রত্যাশাকে কার্যত উড়িয়ে দিল আদিত্য ধর পরিচালিত স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর মাত্র তিন দিনের মধ্যেই ঘরোয়া বক্স অফিসে ১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেল এই ছবি।

স্যাকনিল্কের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর’ প্রথম দিন থেকেই দুরন্ত দৌড় শুরু করেছে। শুক্রবার ছবিটি ভারতে মোট সংগ্রহ করে ২৮ কোটি টাকা। শনিবার বক্স অফিসে দেখা যায় স্পষ্ট লাফ, প্রায় ১৪.২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দ্বিতীয় দিনের সংগ্রহ দাঁড়ায় ৩২ কোটি টাকায়। ফলে দু’দিনে  এই ছবির মোট সংগ্রহ পৌঁছয় ৫৯ কোটি টাকাতে।

রবিবার যেন কার্যত গিয়ার বদলে ফেলে ছবি। শক্তিশালী ‘ওয়ার্ড অফ মাউথ’-এ ভর করে তৃতীয় দিনে ধুরন্ধর সংগ্রহ করে আরও ৪৩ কোটি টাকা। এর ফলে তিন দিনের মাধ্যমে ঘরোয়া বক্স অফিসে মোট সংগ্রহ দাঁড়াল ১০৩ কোটি টাকা যা ছবিকে অনায়াসে ১০০ কোটির ক্লাবে ঢুকিয়ে দিল।
স্পষ্ট করে বললে, বক্স অফিসে এই দাপট শুধুই হাইপের ফল নয়। সমালোচক ও দর্শক- দুই পক্ষের ইতিবাচক প্রতিক্রিয়াই ছবির মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। অ্যাকশন, স্কেল এবং আদিত্য ধরের খেলোয়াড়ি নির্মাণ শৈলী দর্শকের মুখে মুখে প্রশংসা কুড়োচ্ছে।

এই ওপেনিং উইকেন্ড রণবীর কাপুরের কেরিয়ারেও এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর আগের একাধিক বড় মুক্তিকে ছাপিয়ে গিয়েছে ধুরন্ধর। প্রথম সপ্তাহান্তে ছবিটি পিছনে ফেলেছে ‘পদ্মাবত’ (৭৮ কোটি টাকা), ‘সিম্বা’ (৭৫.১১ কোটি টাকা) এবং ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’ (৪৬.৮১ কোটি টাকা)-র মতো বড় ছবিগুলিকে।সব মিলিয়ে, ধুরন্ধর শুধু বছরের অন্যতম বড় ওপেনারই নয়, বরং প্রমাণ করে দিল শক্তিশালী কনটেন্ট আর দর্শকের সমর্থন থাকলে বক্স অফিসে গতি থামানো প্রায় অসম্ভব।


‘ব্যাটেল ফিল্ড’ থেকে সলমন 

মুক্তির অনেক আগেই চর্চার কেন্দ্রে সলমন খান অভিনীত যুদ্ধনাট্য ব্যাটল অব গলওয়ান। এবার ছবির সেট থেকে ফাঁস হওয়া একটি ‘বিহাইন্ড-দ্য-সিনস’ ছবি সোশ্যাল মিডিয়ায় নতুন করে উত্তেজনা ছড়াল। ইনস্টাগ্রামে এক ভক্ত শেয়ার করা সেই ছবিতে প্রথমবার একসঙ্গে সেনা উর্দিতে দেখা গেল সলমন খান ও চিত্রাঙ্গদা সিংকে। অনাড়ম্বর নিজস্বীর মধ্যেই ধরা পড়েছে তাঁদের চরিত্রের প্রস্তুতি, যা মুহূর্তে হয়েছে ভাইরাল।

ছবিটি ‘ব্যাটল অব গলওয়ান’-এর শুটিং সেট থেকেই তোলা। ভারতীয় সেনাবাহিনীর সম্পূর্ণ ইউনিফর্মে সলমন ও চিত্রাঙ্গদার উপস্থিতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে। এতদিন ধরে কেবল ফার্স্ট লুকেই সীমাবদ্ধ ছিল ছবির ঝলক, এবার বাস্তব সেটের মুহূর্ত যেন ছবির আবহটাকে আরও বাস্তব করে তুলেছে।