সংবাদসংস্থা মুম্বই:
অ্যাকশন-কমেডি ছবিতে সানিয়া
‘দঙ্গল’ দিয়ে বলিউডে পা রাখা, ‘পাগলট’ আর ‘মিসেস’-এ দুর্দান্ত পারফরম্যান্স, আর এবার একেবারে নতুন রূপে ফিরছেন সানিয়া মালহোত্রা। সিরিয়াস অভিনয় থেকে এবার সরাসরি ঢুকে পড়ছেন অ্যাকশন-কমেডির জগতে! ২০২৫ সালে মুক্তি পাবে সানিয়ার নতুন ছবি, যেখানে তিনি প্রথমবার পূর্ণাঙ্গ অ্যাকশন ও কমেডি-র হিরোইন। আজই ছবির অফিসিয়াল ঘোষণা হল, আর সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন সানিয়া নিজেই।

ছবির টিমের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন,“এই খবরটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি খুব খুশি। দেখা হবে সিনেমা হলে!”এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যানেরা রীতিমতো উত্তেজিত। এতদিন তাঁকে সিরিয়াস চরিত্রে দেখে অভ্যস্ত দর্শকেরা এবার অপেক্ষায়—এই নয়া ‘ধমাকা’ রূপে সানিয়া কতটা সফল হন।এই অ্যাকশন-কমেডি ফিল্মটি প্রযোজনা করছে আগাজ এন্টারটেইনমেন্ট। জানা গিয়েছে, ছবিটিতে থাকবে দারুণ সব অ্যাকশন সিকোয়েন্স, মজাদার মুহূর্ত আর এক্সট্রা ডোজ এন্টারটেনমেন্ট। এই ছবির মাধ্যমে সানিয়া বহুদিন পর একেবারে ‘বাণিজ্যিক’ ঘরানার ছবিতে পা রাখছেন—কিন্তু অভিনয়ের ইনটেনসিটি ছাড়ছেন না এক বিন্দুও।
কেন পিছোল ‘ধড়ক ২’-এর মুক্তি?
শেষমেশ নির্ধারিত হল মুক্তির দিন। বহু প্রতীক্ষার পর করণ জোহরের প্রযোজনায় তৈরি ‘ধড়ক ২’ এবার আসছে চলতি বছরের ১ অগাস্টে। বারবার পিছিয়ে যাওয়া, সেন্সর বোর্ডের কাটছাঁট—সব পেরিয়ে এবার থিয়েটারে প্রেম ও প্রতিরোধের গল্প বলার জন্য অবশেষে তৈরি এই ছবি।
অনুষ্ঠানেএ বিষয়ে মুখ খুললেন স্বয়ং করণ জোহর। জানালেন, এই ছবির বিষয়বস্তু যেমন স্পর্শকাতর, তেমনই জরুরি—একটি জাতভিত্তিক প্রেমের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘ধড়ক ২’।সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি অভিনীত ছবিতে কলেজের এক প্রেমকাহিনি ক্রমে জটিল হয়ে ওঠে সমাজের জাতপাতের বিভাজনের কারণে। করণের কথায়, “ছবিটি তৈরি করতে সময় লেগেছে, কিন্তু সেন্সর বোর্ড আমাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছে এবং খুব সংবেদনশীলভাবে পরিস্থিতি সামলেছে।”

তিনি জানান, সেন্সর বোর্ড ছবিটিকে পাশ করায় ১৬টি কাটের নির্দেশ দিয়েছে। কিন্তু বোর্ডের কাজের ধরন নিয়ে কোনও বিরূপ প্রতিক্রিয়া নয়, বরং করণ তাঁদের প্রশংসা করেন। বলেন,“ওরা বুঝেছে আমরা কী বলতে চাইছি। ওরা সংবেদনশীলতা রক্ষা করেছে, আর আমরাও তাই করেছি। গল্প বলায় কোনও আপস করিনি।”এই জাতপাত-ভিত্তিক প্রেমের গল্প নিয়ে ছবি বানানো মানেই সমাজের প্রতিক্রিয়ার ভয় থাকে। সে কথা স্বীকার করেই করণ বলেন, “আমরা জানি এই বিষয়গুলি স্পর্শকাতর আর সমাজে এগুলো নিয়ে আলোড়ন ওঠে, সমালোচনা হয়। কিন্তু শিল্পের মাধ্যমে কথা বলাটাই সবচেয়ে শক্তিশালী পথ।” এখানেই তিনি উদ্ধৃত করেন ছবির একটি লাইন—“যদি তোমার পছন্দ থাকে, তবে লড়ো।”
বড়পর্দায় ফিরছে মিলখা!
ভারতীয় ক্রীড়ার ইতিহাসে যার নাম সর্বসম্মানে উচ্চারিত হয়—মিলখা সিং। আর তাঁর জীবনকথা নিয়ে তৈরি সেই আইকনিক স্পোর্টস বায়োপিক ‘ভাগ মিলখা ভাগ’ আবার ফিরছে বড়পর্দায়। ছবিটি পরিচালনা করেছিলেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। এ ছবি বড়পর্দায় ফের মুক্তি পাবে আগামী ১৮ জুলাই। তবে দেশের বিভিন্ন নির্বাচিত মাল্টিপ্লেক্সে।

এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ফারহান আখতার। তাঁর সঙ্গে ছিলেন সোনম কাপুর। মুক্তির পর ছবিটি সমালোচক ও দর্শক—দু'দিক থেকেই দারুণ প্রশংসিত হয়।এক দশক পেরিয়ে গেলেও, এই গল্পের আবেগ, দৌড়ের তীব্রতা, হার-না-মানা মানসিকতা এখনও সমানভাবে অনুপ্রাণিত করে।
ফারহান এক বিবৃতিতে বলেন—“মিলখা সিং-এর ভূমিকায় অভিনয় করাটা শুধু গর্বের নয়, দায়িত্বেরও ছিল। এই চরিত্রে শারীরিক এবং মানসিকভাবে নিজেকে ঢেলে দিতে হয়েছিল। আবার বড়পর্দায় ছবিটি দেখা মানে সেই আবেগটা ফের নতুন করে ছুঁয়ে যাওয়া।” অন্যদিকে সোনম কাপুর জানান—“এই ছবির সঙ্গে আমার একটা গভীর মানসিক সংযোগ রয়েছে। ‘ও রংরেজ’ গানটা আজও ভালবাসে মানুষ। এই ছবি দেখা মানে মিলখা সিং জির উত্তরাধিকারকে শ্রদ্ধা জানানো—একটা সময়ের এবং চেতনাবোধের উদযাপন।”
