'চিরদিনই তুমি যে আমার' নিয়ে চলছে বিরাট চর্চা। এর মাঝেই বড়সড় দুর্ঘটনার কবলে ধারাবাহিকের খলনায়িকা মীরা। 'মীরা'র চরিত্রে গল্পে দেখা যাচ্ছে অভিনেত্রী তন্বী লাহা রায়কে। এই মেগায় কিছুদিন আগেই দেখানো হয় মীরার অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই দৃশ্যের শুটিং করতে গিয়ে সত্যিই আহত হয়েছেন তন্বী! 

 

 

সম্প্রতি, সমাজমাধ্যমে সেই শুটিং দৃশ্যের ভিডিও ভাগ করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে। বেখেয়ালে রাস্তা দিয়ে হাঁটার সময় একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে মীরার। যদিও সঙ্গে সঙ্গে কিঙ্কর এসে তাকে ধরে নেয়। কিন্তু হঠাৎ এমন হওয়ায় বেশ ঘাবড়ে যায় মীরা। তড়িঘড়ি তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। বারবার এই অ্যাক্সিডেন্টের শুটিং করতে গিয়ে হাতে চোট পান তন্বী। 

 


শুটিং সেরে যখন মেকআপ রুমে আসেন, তখন খেয়াল করেন হাতের বেশকিছু জায়গায় কেটে গিয়েছে তাঁর। এমনকী ধাক্কা লাগার দৃশ্যে রিটেক দেওয়ার ফলে চোট লেগে কালশিটেও পড়েছে। ধারাবাহিকের অফস্ক্রিনে কী কী চলে তা মাঝেমধ্যেই সমাজমাধ্যমে তুলে ধরেন তন্বী। তাই এই ঘটনাটিও অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী।  

 

 

শুটিং করতে গিয়ে তন্বীর এই অবস্থা দেখে চিন্তায় তাঁর অনুরাগীরাও। অভিনেত্রী কেমন আছেন এখন? জানতে চেয়েছেন অনেকেই। যদিও তন্বী জানিয়েছেন, এরকম প্রায়ই ঘটে শুটিংয়ের মুহূর্তে। পর্দায় এরকম দৃশ্য ফুটিয়ে তোলার জন্য মাঝেমধ্যেই অনেককিছুর সম্মূখীন হতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। তবে এখন ঠিক আছেন তন্বী।

 


প্রসঙ্গত, সম্প্রতি আবারও জটিলতা তৈরি হয়েছে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের সেটে। সোমবার, ১৭ নভেম্বর মিটিং ছিল প্রযোজনা সংস্থা এবং অভিনেতার। তারপরই এদিন মধ্যরাতে ইঙ্গিতবহ বার্তা দিলেন জিতু। টলিপাড়ার অন্দরের খবর সোমবার 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক নিয়ে জট তৈরি হয়েছে, সেটার সমাধান বের করার জন্য মিটিং হয়। শোনা যাচ্ছে, সেই মিটিং থেকে বেরিয়ে গিয়েছেন জিতু। তবে কি 'চিরদিনই তুমি যে আমার' ছেড়ে দিলেন অভিনেতা? কানাঘুষো অনুযায়ী, তেমনটাই ঘটেছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরাসরি মুখ খোলেননি জিতু। 

 

যেদিন থেকে নতুন করে জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে ঝামেলার কথা প্রকাশ্যে এসেছে, তবে থেকে এই ধারাবাহিকের দর্শকরা তো বটেই, নায়কের অনুরাগীরা স্পষ্ট করেছেন যে আর্যর ভূমিকায় তাঁরা আর অন্য কাউকে মেনে নেবেন না। এখন শেষমেশ কী হয়, সেটাই দেখার।