আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরেই পুজোয় আসছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সুপারহিট ছবি ‘রক্তবীজ’-এর সিক্যুয়েল। প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেয়েছিল ছবির প্রথম মোশন পোস্টার। নন্দিতা-শিবপ্রসাদের প্রথম থ্রিলার ছবি রক্তবীজ ২০২৩ সালে বক্স অফিসে অত্যন্ত সফল হয়। তাই স্বাভাবিক ভাবেই রক্তবীজ ২ নিয়ে উৎসাহ তুঙ্গে সিনেপ্রেমীদের মনে। এবার সেই ছবির সঙ্গেই নাম জড়ালো টেলিভিশনের জনপ্রিয় মুখ শন বন্দ্যোপাধ্যায়।

 

‘রক্তবীজ ২’-এর মুখ্য আকর্ষণ আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তী জুটি। সঙ্গে থাকছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়-ও। থাকছেন ‘ব্যান্ডিট কুইন’ ছবিখ্যাত সীমা বিশ্বাস। এবার কি সেই তালিকায় যুক্ত হচ্ছেন শন? গুঞ্জনের নেপথ্যে শনের ফেসবুক পোস্ট। নন্দিতা, শিবপ্রসাদ এবং আবিরের সঙ্গে নিজের একটি গ্রুপ ফটো পোস্ট করে অভিনেতা লেখেন, ‘রক্তবীজ ২ এই পুজোয় আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে।’

 

আজকাল ডট ইন-এর তরফ থেকে শনের সঙ্গে যোগাযোগ করা হলে রক্তবীজ-২ তে যোগদানের কথা স্বীকার করে নেন অভিনেতা। চরিত্রের সম্পর্কে সবটা খুলে না বললেও অভিনেতার বক্তব্য তাঁর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, “খল চরিত্র নয়। পুরো ছবিতে না থাকলেও চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। কাহিনির ধারাবাহিকতার জন্য চরিত্রটি খুবই জরুরি।” ইতিমধ্যেই শুটিং এবং ডাবিং দুটোই হয়ে গিয়েছে বলেও জানান শন। এদিন ডাবিং শেষ হয়েছে বলেই ছবি পোস্ট করেছেন বলে জানান তিনি।