নিজস্ব সংবাদদাতা: বছরের শুরুতেই মন খারাপের খবর। শোকের ছায়া টলিউডে। প্রয়াত পরিচালক অরুণ রায়। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল অরুণ রায়ের। এই কথা সরাসরি জানিয়েছিলেন চিকিৎসক, অভিনেতা কিঞ্জল নন্দ। 

 

২০২৩-এ মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত, দেব অভিনীত ছবি 'বাঘাযতীন'। শারীরিক অসুস্থতা নিয়েই এই ছবির প্রচার করেছিলেন অরুন রায়। প্রথম থেকে যদিও সাহস যুগিয়ে গিয়েছেন দেব। তবে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই বিশ্রামে থাকা খুব একটা পছন্দ করতেন না পরিচালক নিজেও। তাই একটু সুস্থ হলেই কাজ শুরু করেছিলেন।

 


আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টলিউডের এই পরিচালক। এর মধ্যে হাসপাতালে গিয়ে পরিচালককে দেখে এসেছিলেন স্বয়ং দেব। হাসপাতালে অরুন রায়ের পাশে সবসময় ছিলেন কিঞ্জল নন্দ। অরুণ রায়ের পরিচালনায় 'হীরালাল' ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় কাজ করেন কিঞ্জল। প্রথম ছবিতেই দারুণ প্রশংসা পেয়েছেন অভিনেতা। এরপর অরুন রায়ের পরিচালনাতেই '৮/১২' ছবিতেও অভিনয় করেন কিঞ্জল।

 


পরিচালকের অবস্থার অবনতির কথাও সমাজ মাধ্যমে জানিয়েছিলেন কিঞ্জল। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। তাঁর মৃত্যুতে শোকাহত টলিপাড়া।