নিজস্ব সংবাদদাতা: বছরের শুরুতেই মন খারাপের খবর। শোকের ছায়া টলিউডে। প্রয়াত পরিচালক অরুণ রায়। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল অরুণ রায়ের। এই কথা আগেই জানিয়েছিলেন চিকিৎসক, অভিনেতা কিঞ্জল নন্দ। 

 

আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টলিউডের এই পরিচালক। এর মধ্যে হাসপাতালে গিয়ে পরিচালককে দেখে এসেছিলেন স্বয়ং দেব। হাসপাতালে অরুন রায়ের পাশে সবসময় ছিলেন কিঞ্জল নন্দ। বৃহস্পতিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক। তাঁর মৃত্যুতে শোকাহত টলিপাড়া। 

 

পরিচালকের মৃত্যুর খবরে কাঁপা গলায় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী আজকাল ডট ইন-কে বলেন, "একটাই ছবি করেছিলেন ওঁর সঙ্গে। 'বাঘাযতীন'-এর সময় খুব ভাল সম্পর্ক তৈরি হয়েছিল। এত ভাল মানুষ খুব কম দেখেছি। আমার আজও একটাই অভিযোগ, নিজের একেবারে যত্ন নিতেন না। সবেমাত্র পরিচিতি হয়েছিল। কতবার বলতাম, 'নিজের যত্ন নিন অরুনদা'। শুনতেন না। বুধবার হাসপাতালে ওঁকে দেখেই মনে হয়েছিল আর বোধহয় দেখতে পারব না বেশিদিন। সেই আশঙ্কাই সত্যি হল।"

 

আজকাল ডট ইন-এর কাছেই অভিনেতা রোহন ভট্টাচার্য প্রথম পান পরিচালকের মৃত্যুর খবর। চমকে উঠে বলেন, "অবাক লাগছে। ভাবতেই পারছি না। এইভাবে চলে গেলেন! কত কাজ বাকি ছিল এখনও। আমায় নিয়েও একটা ছবি করবেন বলেছিলেন। নিজের একটু যত্ন নিলে হয়তো এরকমটা হত না। শুটিংয়ের সময় সবসময় হাসিখুশি থাকতেন। 'বাঘাযতীন'-এর ফ্লোর মাতিয়ে রাখতেন অরুনদা। এত জ্ঞানী মানুষ ছিলেন, অনেককিছু শিখেছি ওঁর থেকে।"