উমা যেতেই ঘরে এসেছেন কমললোচনা লক্ষ্মী দেবী। দেবী লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত টলি তারকারাও। তবে যাঁদের ঘরে এবছর প্রথম লক্ষ্মী এসেছে, কী করছেন তাঁরা? পুজোর আরম্বর কি বাড়ল? মেয়ে মানেই কি 'লক্ষ্মীমন্ত' হতেই হবে? সেভাবেই কি বড় করছেন মেয়েকে? টলিপাড়ায় মেয়ের বাবা-মায়েরা কী বলছেন এদিন?

আজকাল ডট ইন-এর প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। সদ্য মেয়ের মা হয়েছেন তিনি। সাধ করে নক্ষত্রের নামে মেয়ের নাম রেখেছেন তিষ্যা। অনিন্দিতার কথায়, "লক্ষ্মীমন্ত বলতে মানুষ কী বোঝেন জানিনা, আমার ছেলে হলেও আমি যা শেখাতাম মেয়েকেও তাই শেখাব, নিজের আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে যেন বাঁচতে পারে, আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করতে পারে, সহানুভূতিশীল হতে পারে, দিনের শেষে যেন আয়নায় নিজের চোখে চোখ রাখতে কোনও কুণ্ঠা না হয় ওর।"

একরত্তি মেয়ে আইরাকে নিয়ে সমাজমাধ্যমে খুঁটিনাটি বিষয় ভাগ করে নেন টলিপাড়ার তারকা জুটি রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। ছোট্ট মেয়েকে নিয়ে প্রশ্ন করতেই হেসে ফেলেন রাহুল। অভিনেতার কথায়, "আমার চোখে লক্ষ্মীমন্ত মানে বড়দের শ্রদ্ধা করা। সবাইকে সমানভাবে শ্রদ্ধা করতে পারলেই সে তথাকথিত ভাল মেয়ে। আমিও চাই আইরা যেন সবাইকে শ্রদ্ধা করে, কেউ যেন ওর শিক্ষা নিয়ে প্রশ্ন না তোলে। মেয়ে আমার এখন থেকেই খুব বুঝদার। আশা করি, আমাদের সবার সান্নিধ্যে লক্ষ্মীমন্ত হয়ে উঠবে।"
আরও পড়ুন: ফের নেতিবাচক চরিত্রে ফিরছেন সোমাশ্রী! কোন নায়িকার সঙ্গে টক্কর দেবেন অভিনেত্রী?

গায়ক ও সুরকার সপ্তক সানাই দাসের একরত্তিকে সমাজমাধ্যমে প্রায়শই দেখা যায়। ছোট্ট আরোহী এখন থেকেই বাবার কোলে বসে পিয়ানো বাজানোর চেষ্টা করে। সপ্তকের কথায়, "আমার মেয়ে হয়েছে বলে নয়, ছেলে হলেও চাইতাম সে লক্ষ্মীর মতো হয়। কারণ, জীবনের পথে চলতে গেলে ধীর, স্থির হতে হয়। ধৈর্য লাগে, লক্ষ্মীমন্ত হওয়া সহজ নয়। কিন্তু যদি হওয়া যায়, তাহলে একজন ভাল মানুষ হওয়ার যায়। ছোটবেলায় স্কুলে একজন শিক্ষিকা বলেছিলেন, দেবী দুর্গা একজন আদর্শ মানুষের রূপ। কারণ, তাঁর চারপাশে একজন আদর্শ মানুষের যে গুণগুলো থাকার প্রয়োজন সেগুলো আছে। যেমন লক্ষ্মীর মতো ধীর, সরস্বতীর মতো বিদ্যা, গণেশের মতো জ্ঞান ও দৌলত এবং কার্তিকের মতো লড়াকু শক্তি। এই কথা সব সময় মেনে চলি আমি। মেয়েকেও এভাবেই ভাবতে শেখাব।"
