নিজস্ব সংবাদদাতা: অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় উইন্ডোজ প্রোডাকশন হাউজ-এর ব্যানারে আসছে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। এ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত। এছাড়াও থাকবেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা,কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য উজান চট্টোপাধ্যায় ও বিমল গিরি।

 

 

 

ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শুটিং করতে গিয়ে গুরুতর আহত অভিনেত্রী স্বস্তিকা দত্ত। কর্নিয়ায় আঘাত লেগেছে তাঁর। এমনকী হাসপাতালে ভর্তি তিনি। সমাজমাধ্যমে এ কথা নিজেই ভাগ করেছেন তিনি। স্বস্তিকা লেখেন, 'আমি বুঝতে পারছি যে সবকিছুই একটা কারণে ঘটে কিন্তু এটা কেন হল ঠিক বুঝলাম না। গতকাল আমার আগামী ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেলের শুটিং করার সময়, প্রচন্ড খারাপভাবে আহত হই। মনে হচ্ছিল, পৃথিবীর সমস্ত ব্যাথা যেন আমার উপর এসে পড়েছে।'

 

 

তিনি আরও লেখেন, 'প্রযোজনা সংস্থার লোকজন আমাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যায়। আমি কর্নিয়ায় সাংঘাতিক ক্ষতর সঙ্গে এখন লড়াই করছি। এটা কীভাবে, কখন, কেন ঘটল তা আমি জানি না। আমার সকল সহ-অভিনেতাদের ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাকে সহযোগিতা করছেন। এই ছবিটি আমার কাছে খুবই বিশেষ এবং আমি এটিকে একটি বিশেষ করে তুলব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যাই হোক না কেন!'

 

 

 

স্বস্তিকা জানান, চোখের এই অবস্থার কারণে এই মুহূর্তে কিছু বিজ্ঞাপনের কাজ তিনি বাতিল করতে বাধ্য হয়েছেন। যার জন্য ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী। হঠাৎ কীভাবে ঘটল এই ঘটনা? তা জানার জন্য অভিনেত্রীর সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে এই মুহূর্তে তিনি ফোনে অধরা।